ভালোবাসা এমন একটি শব্দ যার অর্থ বড় কঠিন। ভালবাসা মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে দেয়। ভালোবাসা পাওয়া যতটা কঠিন, হারানোটা ঠিক ততটাই সহজ। ভালোবাসার মূল্য সেই বুঝে যে একবার নিজের ভালোবাসাকে হারিয়েছে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মূলত ভালোবাসা কি ?
ভালোবাসা কি বা ভালোবাসার মানে কি সেটি জানতে হলে আমার দেওয়া আজকের এই পোস্টটি ভালোভাবে পড়তে হবে। কারণ আজকের এই পোষ্টের মাধ্যমে ভালোবাসা নিয়ে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো পোস্টটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনারও ভালো লাগবে।
ভালোবাসা এমন এক জিনিস যা ছাড়া মানুষ বাঁচতে পারে না। ভালোবাসা ছাড়া মানুষ জীবন্ত লাশ হয়ে যায়। তাই ভালবাসার গুরুত্ব বরাবরই আকাশ সমান। যারা কাউকে মন থেকে ভালোবেসেছে একমাত্র তারাই জানি ভালোবাসার গুরুত্ব কি। তাহলে চলুন জেনে নিয়ে যাক ভালোবাসার কি বা কেমন ?
এখানে যা যা পাবেন
ভালোবাসা
এই শব্দটি যতটা সহজ দেখা যায় বা মনে হয় ততটা সহজ নয়। এই শব্দটির পেছনে রয়েছে বিশাল গভীরতা। এই শব্দটি শুধুমাত্র তারাই উপলব্ধি করতে পেরেছে যারা কাউকে ভালবেসেছে কিংবা ভালোবাসার মানুষটিকে হারিয়েছে। ভালোবাসা বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন ; পরিবারের ভালোবাসা, মা বাবার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা ইত্যাদি।
তবে পৃথিবীর সবথেকে মূল্যবান ভালবাসা হলো মা বাবার ভালোবাসা এবং স্বামী স্ত্রীর ভালোবাসা। এই দুটি ভালোবাসা একদম পবিত্র হয়ে থাকে। এই দুটি ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থাকে। মা বাবা তার সন্তানকে অফুরন্ত ভালোবাসা দিয়ে বড় করে আর স্বামী স্ত্রী ভালোবাসাই পরিপূর্ণ হয়ে জীবন ত্যাগ করে। এই দুটো ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে কোন খাদ থাকে না।
** ভালোবাসা কি জিনিস তা যদি একটি সন্তানহারা মা বাবাকে জিজ্ঞেস করেন তাহলে তাদের কথা শোনার অপেক্ষা করতে হবে না তাদের চেহারা দেখেই বুঝে যাবেন যে ভালোবাসা কি জিনিস। কারণ মা বাবার কাছে সবথেকে প্রিয় জিনিস হল তার সন্তান। সন্তানরা আসলে মা বাবার ভালোবাসার প্রতীক হিসেবে থাকে।
** ফুলের থেকেও পবিত্র যদি আর কিছু হয়ে থাকে সেটি হল স্বামী স্ত্রীর ভালোবাসা। যেখানে কোন অপবিত্রতা, খাদ, অপূর্ণতা কিছুই থাকে না। যেকোনো ধর্মে স্বামী-স্ত্রীর ভালোবাসা কে পবিত্র বলে ঘোষণা করেছে। যেখানে পূর্ণতায় কোন বাধা নেই।
** একাকীত্ব যখন মানুষকে গ্রাস করে নিঃশেষ করে দেয়, তখন ভালোবাসার পরশেই আবার সেই মানুষটি সিক্ত হয়ে ওঠে।
** ভালোবাসা যেমন মানুষকে শেষ করে দিতে পারে তেমনি পূর্ণতা দান করে সতেজ করে তুলতে পারে। এই মহাশক্তি পৃথিবীর আর কোন কিছুতেই নেই।
ভালবাসা কি
ভালোবাসা হলো বেঁচে থাকার একটি নিদর্শন। ভালোবাসা ছাড়া কেউ বেঁচে থাকতে চায় না, এক কথায় বলতে গেলে ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না। ভালোবাসায় মানুষের প্রাণভোমরা যা মানুষকে সতেজ রাখে। গাছ যেমন পানি ছাড়া ধীরে ধীরে মরে যেতে নেই, ঠিক তেমনি ভালোবাসা হীন মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যায়।
বিষয়টি হাস্যকর লাগলেও আপনি কোন এক ব্যর্থ প্রেমিককে জিজ্ঞেস করতে পারেন ভালবাসা কি। সে আপনাকে বুঝিয়ে দেবে ভালোবাসার মানে আসলে কি। মা বাবা হারা সন্তান, সন্তান হারা মা বাবা কে জিজ্ঞেস করবেন ভালবাসার মানে, কিংবা তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন তার সন্তান তার কাছে কি ছিল।
তাহলেই আপনি বুঝতে পারবেন ভালোবাসার মানে কি। ভালোবাসার পূর্ণতা প্রাপ্ত স্ত্রীকে কিংবা স্বামীকে জিজ্ঞেস করবেন ভালোবাসা কি। তাহলেই আপনি এর মানে খুঁজে পাবেন। কিংবা আপনি নিজেই যদি কোনদিন নিজের সবথেকে প্রিয় জিনিসটি হারিয়ে ফেলেন তাহলে বুঝতে পারবেন ভালোবাসার মানে।
ভালোবাসার স্ট্যাটাস
এখন আমি আপনাদের সাথে এমন কিছু স্ট্যাটাস শেয়ার করব, যেগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। আমার জানা সবথেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের সাথে স্ট্যাটাস হিসেবে শেয়ার করব। আপনি যদি এই স্ট্যাটাস গুলো পড়তে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ ভালোবাসার স্ট্যাটাস গুলো ;;;;
** তোমার নেশাতে যখন ডুবিয়েই রেখেছো,
তাহলে আর ভুল করেও এ নেশা কাটানোর চেষ্টা করো না
এই নেশা যে আমাকে প্রশান্তি দিয়ে দিয়েছে অন্তরের অন্তস্থল থেকে,
আর তাইতো সারা জীবন এই নেশাতেই ডুবে থাকতে চাই
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই নেশাই যেন আমাকে গ্রাস করে রাখে।
** কি লিখেছ ওই দুই নয়নে, যা প্রতিনিয়ত আমার অন্তরে কম্পন সৃষ্টি করে। মনে হয় প্রতিনিয়ত ওই দুই নয়নে হারিয়ে যাই, শেষ হয়ে যায় ওই দুই নয়নের আবেশে।
** মনে হয় যেন তুমি এক প্রজাপতি, যে কিনা হাজারো ফুলের ওপর ঘোরাঘুরি করে। শুধু আমি হাতটা বাড়িয়ে দিলেই দূরে চলে যায়, কখনো কি পাবো না তোমাকে হে প্রিয়।
** আমার অন্তরে যে শুধু তোমারই বসবাস, কি করে কাটাবো এই জীবন তুমি না। কেন স্বার্থপর হয়ে চলে গেলি ? কি অপরাধ করেছিলাম যার শাস্তি, মৃত্যুর আগ পর্যন্ত ভোগ করে যেতে হচ্ছে।
ভালোবাসা নিয়ে কিছু কথা
ভালোবাসা নিয়ে যদি কোন কথা বলতে যাই তাহলে হয়তো কোনদিনও শেষ করা যাবে না। ভালোবাসার শুরুটা সহজ হলেও শেষটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভালোবাসা ছাড়া কেউ বাঁচতে পারে না। ভালোবাসা হীন মানুষ আর প্রাণহীন দেহের মধ্যে কোন পার্থক্য নেই।
আর আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে ভালোবাসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আপনি যদি ভালবাসা নিয়ে গুরুত্বপূর্ণ এই কথাগুলো জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার পোস্টটি ভালভাবে করবেন। এমনকি আপনি এই কথাগুলো কপি করে যদি আপনার প্রিয় মানুষকে শুনান।
তাহলে আপনি বুঝতে পারবেন আজকের এই ভালোবাসার কথাগুলো কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই ভালোবাসা পূর্ণ কথাগুলো আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে বলেন তাহলে অবশ্যই সে আপনার ভালোবাসর গভীরতা খুঁজে পাবে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক।
১। সকালে ঘুম থেকে উঠে শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করে।তোমার ওই চোখ ,তোমার ওই নাক, তোমার ওই ঠোট সব সময় আমাকে কাছে টানে। কি করবো বলো ? তুমিহীনা এ জীবনটা নিষ্প্রাণ হয়ে গেছে – বল কবে তোমাকে আমি সম্পূর্ণ আমার সম্বোধন করতে পারবো। যখন সকালটা শুরু হবে তোমাকে দেখে আর রাতটা শুরু হবে তোমাকে বুকে নিয়ে।
২। আমার সকল আবেগ, অনুভূতি, খুনসুটি, রাগ, অভিমান, মায়া, মোহ, আনন্দ, দুঃখ কষ্ট, ভালোবাসা প্রকাশের একমাত্র জায়গা হল তুমি। যেখানে আমার সকল উক্ত অনুভূতিগুলো প্রকাশ পায়। তোমার ভালোবাসায আমাকে আসক্ত করে রাখে। আমি এক তোমাতেঈ আসক্ত থাকতে চাই সারা জীবন।
৩। আমার সকল কিছু তোমাকে উজাড় করে দিয়েছি শুধু দিন শেষে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই। এই একটাই আমার চাওয়া, কখনো এর থেকে বঞ্চিত করোনা আমাকে। কারণ আমি যে শুধু তোমার মোহে বিমোহিত।
৪। আমার সকল মুগ্ধতা, বিমোহিততা এক ওই তোমার মাঝেই আবদ্ধ। এই আবদ্ধতার মাঝেই আমার জীবনের সকল সুখ নিহিত।
৫। লোকে বলে মাদকের নেশা নাকি খুবই মারাত্মক। কিন্তু আমি তো দেখছি ভালোবাসার নেশা তার থেকেও মারাত্মক , যেটির নেশা পেলে মানুষ অন্ধকারকেও আলো বলে বেড়ায়, ভালোবাসার পরসে বা নেশায় মানুষের সকল ভয় দুঃখ-কষ্ট মাদকের নেশার মতো ভুলে যায়।
নিঃস্বার্থ ভালোবাসার উক্তি
ভালোবাসা সময় দুই ধরনের হয়ে থাকে একটি হল নিঃস্বার্থ ভালোবাসা, আরেকটি হলো স্বার্থপর ভালবাসা। কিন্তু প্রত্যেকটি মানুষই যখন ভালোবাসার স্বাদ পায় তখন স্বার্থপর হয়ে যায়। কারণ কেউই চায়না তার ভালোবাসাকে অন্য কারো সাথে শেয়ার করতে। নিঃস্বার্থ ভাবে ভালবাসতে গেলে ভালোবাসার মানুষটির সুখ দেখতে হবে শুধুমাত্র। কিন্তু স্বার্থপর ভালবাসায় শুধু নিজে ভালো বাসা পেতে চায়, অপর জনকেও যে ভালবাসতে হবে সে কথা ভুলে যায় স্বার্থপর মানুষটি।
** ভালোবাসা এমন হতে হবে যেন সেই ভালোবাসায় অপরজন সিক্ত থাকে, অপরজন যেন কোনদিন না বলতে পারে যে তোমার ভালোবাসায় খারাপ ছিল এটি নিঃস্বার্থ ভালোবাসা।
** অপরজনের খুশির জন্য নিজের খুশিকে কুরবানী করে দিতে হবে, তবে নিঃস্বার্থ ভালোবাসা যাবে।
** অপরের খুশির জন্য দরকার পড়লে নিজেকে সবসময় সুখী প্রমাণ করতে হবে, অর্থাৎ সে যেন ভাবে তার জন্য আপনি অনেক সুখে আছেন।
** সব সময় আপনার ভালোবাসার মানুষটিকে আগলে রাখবেন যাতে সে কখনো আপনার অভাব বুঝতে না পারে।
** ভালোবাসার মানুষটিকে কখনো অবহেলা করবেন না, কারণ একটি মানুষ অবহেলার কারণে নিজেকে শেষ করে দিতে একবারো দ্বিধা বোধ করে না।
** নিঃস্বার্থ ভালোবাসায় কোনো খাত রাখা যায় না, অর্থাৎ আপনার প্রিয় মানুষটি যদি আপনার থেকে দূরে থেকে সুখী থাকে তবে তাই মেনে নিতে হবে। তাহলে আপনার ভালোবাসায় কোনো খাত থাকবে না।
হারানো ভালোবাসা নিয়ে কিছু কথা
ভালোবাসা যে হারিয়েছে সেই বলতে পারবে ভালোবাসা আসলে কি জিনিস। থাকতে কেউ ভালোবাসার মূল্য দেয় না কিন্তু যখন হারিয়ে ফেলে তখন ভালোবাসার মূল্য দিতে ঠিক শিখে। কিন্তু তখন ভালোবাসার মূল্য বুঝেও কোন লাভ নেই। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হারানো ভালোবাসা নিয়ে কিছু কথা। আপনি যদি হারানো ভালোবাসা নিয়ে কিছু কথা জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন।
** কখনো কি শুনেছ সেই কথা, যা আমি কখনো বলতে পারিনি, আসলে তুমি আমার দুনিয়া তুমি আমার ধ্যান ঘ্যান সবকিছু……….. আরেকটিবার শোনো না আমাকে তুমি প্রিয়।
** তোমার ওই হৃদয়ে একটু জায়গা দিয়ে দাও, রাতে ঘুমানোর একটু কারণ দিয়ে দাও, বাতাসে তোমার ঘ্রাণ নিতে দাও, শুধু একটু বাঁচার আশা দিয়ে দাও প্রিয়।
** তুমি আমার কিছু না হয়েও সব সময় গভীরতাই থাকো, তাইতো তোমায় অনুরোধ করবো সারা জীবন আর একটু থেকে যাও আমার কাছে ভোরের সূর্যের আলো দেখার আগে তোমাকে যেন দেখতে পারি প্রিয়।
** আমি তোমার চোখে কোন প্রকার উদাসীনতা সহ্য করতে পারি না, শুধু একটিবার বিশ্বাস করো আমি তোমাকে সারা জীবন ভালো রাখব, আমি তোমার মনের সাথে কখনো খেলব না প্লিজ একটিবার বিশ্বাস করো