ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস

প্রতিটি মানুষের জীবনে কমবেশি ভালোবাসা আসে। ভালোবাসার মানুষের আবেগের নাম। ভালোবাসা মানুষের জীবনে এক আনন্দঘন মুহূর্তের নাম। কমবেশী সবাই ভালোবেসে থাকে। কেউ নিরবে ভালোবাসে। আবার কেউ প্রকাশ্যে ভালোবাসে। কেউ তার ভালোবাসা প্রকাশ করতে পারে। আবার কেউ আছে যে তার ভালোবাসা প্রকাশ করতে পারেনা। তবে নিরবে ভালবাসার মত আনন্দ আর নেই। কিছু জিনিস আছে যেটা পাওয়ার থেকে না পাওয়াই ভাল। ভালবাসা হচ্ছে এক গভীর সমুদ্রের নাম। যার গভীরতা মাপা যায় না। ভালোবেসে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকে। আজকে আমি ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরবো।

ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস

মনের ঘরে দেয়ালের ছিদ্রে তোমার আলোর আগমন,
অনেক কিছুই সাজিয়েছি এসে দেখার রইলো আমন্ত্রণ।
অনেক হয়েছে চোখাচোখি এবার কাছে আসো,
বুকে জড়িয়ে হৃদয় মিলিয়ে এবার ভালবাসো।
নিরব ছিলে নিরব থাকো তবে এইবার একটু ভিন্ন
ঠোটের সাথে ঠোঁট মিলে করো তুমি আমায় বিচূর্ণ।
এইবার এসে গলা জড়িয়ে আমায় কাছে টানো,
দুষ্টু মিষ্টি স্বপ্ন দেখেছি বালিকা তুমি কি তা জানো?
দরজা বন্ধ জানালা বন্ধ তুমি আসলে আমার ঘরে,
মৃদু আলোয় প্রেম করবো দুজন যাতে কেউ আসে পরে।
দুই থেকে আমরা তিন হবো তাই এত আয়োজন,
লজ্জায় গাল লাল হয় সেই ভাবনায় আমার এখন।
একবার তুমি আসলে ঘরে প্রেম পরিপূর্ণ হবে কানায় কানায়,
আমার ঘরে তুমি থাকবে যদিও ভাঙা ঘরে পরীদের না মানায়।
বাহিরে জ্যোৎস্না আর বৃষ্টির মিলন হবে ঘরে তুমি আর আমি,
অহে বালিকা বাসর সাজিয়ে বসে আছি যেখানে তুমি বধু আমি স্বামী।
তুমি কি আমার মন রাজ্যের মুকুট বিহীন রানী হবে?
এই শয়তানের ওপর শুধুই এই রানীর হুকুম রবে।
তুমি কি জীবনের কোনো গ্রীষ্মের শীতল ভোর হবে?
ভোর হলে একবিছানায় শুয়ে পাখির ডাক শোনা যাবে।
তুমি কি আবার কোনো বর্ষায় আমার ছাতার সঙ্গী হবে?
মাঝরাতের বৃষ্টিতেও জড়াজড়ি করে একসাথে ভেজা যাবে।
শরৎ এ কি তুমি আমার শহরের নীলচে আকাশ হবে?
কাশফুলের ভীড়ে তোমায় নীল শাড়িতে দেখা যাবে।
হেমন্তে কি তুমি আমার ঘরের নতুন বধু হবে?
উৎসবে তোমার সাথে ঘর পরিপূর্ণ সোভা পাবে।
শীতে কি তুমি আমার উষ্ণতার একমাত্র কারন হবে?
জড়িয়ে তুমি বুকে কাথার নিচে আমায় কি আরাম দেবে।
বসন্তের মনরম পরিবেশে তুমি কি কলিলের ডাক হবে?
ফুল দিয়ে আমি তোমাকে সাজাবো অধিকার টা আমায় দেবে।
ওহে বালিকা এত সব ছেড়ে তুমি কি আমার গিন্নি হবে?
সব দ্বায়িত্ব আমিই নিলাম শুধু তুমি আমার সন্তানের মা হবে,
একাধিক বাচ্চার যত্নের সঙ্গে আমাকেও একটু দেখতে হবে,
কয়েক বছরে আমাদের ডজনখানেক গুলো গুলুমুলু বাচ্চা হবে।
তুমি সময়ে অসময়ে শুধু আমায় বন্ধ ঘরে ভালোবেসে যাও,
তোমার কোল ভড়া গুলুমুলু আনার দ্বায়িত্ব আমার ওপর ছেড়ে দাও।

কষ্টের ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস

না এসে জীবনে অনুভুতিতে বেশ তোহ ছিলে ………….
রেখেছিলাম তোমার স্মৃতির ক্যানভাস মনের দেয়ালে ।
অজস্র সব স্মৃতিচারন হয়েছিলো জীবনের অর্ধাংশ,
এভাবে কি অপূর্ণ রবে হয়ে ভাবনার দেয়াল বিধংশ।
ছড়াবেনা কি আর কখনো মন আকাশে তোমার আভা?
কল্পনায়ও কি বিচ্ছেদ হবে তোমাকে হবেনা আর ভাবা?
অনেক গুলো অংশ সমাপ্ত হয়েছে তোমার আমার এই গল্পে,
শেষ অংশের সমাপ্তি রেখা টেনে যাচ্ছে কি এত অপ্লে?
নতুন রাস্তায় নতুন মোড়ে নতুন গল্প খুঁজতে বেড়িয়েছি,
চিরবিদায় যদি এখানেই হয়ে তবে …………
ভাল থেকো সারাজীবন আমি অনুভূতি থেকেও তোমাকে হাড়াতে বসেছি!
ঘুমের ঘরে পাই তারে তাই স্বপ্নে লিখি চিঠি,
ভুলে আমি থাকি তারে তবুও সে আসে ঠিকি………..
দিনগুলো আজ হয়েছে পুরোনো
সব হয়েছে সৃতি………..
সেই মুখটা পাই আগের মতোই
যখন হয়েছিল ইতি………..
হাড়িয়ে গেছে অনেক কিছু
বেশ অনেকটা সময় হয়েছে পার………..
তবুও তাকে দেখি স্বপ্নে
বসে থাকি নিশ্চুপ হয়ে একাকার…………
যদি স্বপ্ন আমার চোখে তবুও তোমার আমার অনেক দূরত্ব,
সবকিছু তাই ভুলে ভালই আছি আপন করেছি একাকিত্ব………..
তোমার ছোয়া আমার রক্তের প্রতিটি কনায় মিশেছে জানিনা তার কারন
তোমার কথা পড়ে মনে তখন ভুলতে তোমায় বার বার করি রক্তক্ষরণ

রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস

এক কাপ চায়ের প্রতিটি চুমুকে আমি তোমাকে চাই,
কোলাহলের এই শহরেও আমি তোমার নুপুরের শব্দ পাই।
গ্রীষ্মের সেই তৃপ্ত দুপুরে ঝোড়ো বাতাশ রূপে তোমাকে চাই,
আকাশের দিকে তাকিয়ে আবছায়া তোমার দেখা পাই।
বর্ষায় সেই বাদলা দিনে সবটুকু জুড়েই তোমাকে চাই,
প্রথম বৃষ্টি নামলে আমি সাথে নিয়ে তোমায় ভিজতে চাই।
শরৎ এ আমার মন নদীর পারে কাশফুলের মাঝে তোমাকে চাই,
সাদা কাশ বনের ঠিক মাঝখানে নীল শাড়িতে তোমাকে পাই।
হেমন্তের সেই নবান্ন উৎসবে আমার ঘরে তোমাকে চাই,
নতুন ফসলের সাথে বধূ বেশে যেনো ঘরে তোমাকে পাই।
শীতের সেই কুয়াশার চাদরে ভেজা শিশিরে তোমাকে চাই,
কনকনে সেই ঠান্ডায় যেন পাসের শের বালিশে তোমাকে পাই।
বসন্তের সেই প্রথম ফুলের সুবাসে আমি তোমাকে চাই,
হাত ভড়া চুড়ি পড়নে শাড়ি ফুল জড়ানো রঙিন সাজে দেখতে চাই।
চলার পথে সঙ্গী হিসেবে আমি শুধু তোমাকে চাই,
সকাল দুপুর সন্ধ্যা রাতে পাশে যেনো তোমাকে পাই।
কতো ইচ্ছে জমেছে তাই অপূর্ণ থাকার ভয়ও পাই,
তবুও দিন শেষে আমি শুধু তোমাকেই চাই।
স্বপ্নে তার ঘর ছিলো,
স্বপ্নেই সে বিদায় নিলো।
কিছু কথা যা অপূর্ন ছিলো,
স্বপ্নেই সে বলে গেলো,
স্বপ্নেই তাকে জড়িয়ে রেখেছিলাম,
আজ স্বপ্নেই তাকে বিদায় জানালাম।
ছেড়েছো মনের সমুদ্র পার অনেকদিন হয়েছে অতিবাহিত,
তবুও ঘুমের দেশে তোমায় পেয়ে আমি থাকতাম হয়ে আনন্দিত।
তুমি থাকোনা কেনো যত দূরে থাকুক চারদিকটা তোমায় পেয়ে ভাল,
আলোর হাত টা তুমিই ধরো আমি বেছে নিয়েছি সব কালো
বৃষ্টি তুমি আমার হয়ে ছুয়ে দিও তাকে সেই হলদে বরন আভা,
যাকে আজ তোমার সাথে অঙ্গ মিলিয়ে হয়েছে তাকে অনেক ভাবা,
তাকে রেখো তুমি অনেক সুখে দিয়ে তোমার ভালবাসার শীতলতা,
সে ভাবুক আর নাইবা জানুক সে যে আমার স্বপ্নের বনলতা 🥰🥰