ভালোবাসা দিবসের উক্তি – আপনাদের সামনে আমরা আবার নতুন একটি পোষ্ট নিয়ে চলে এলাম ভালোবাসা নিয়ে। অথবা সকলেই বিশ্বকাপে কত যে আসছে আমাদের 14 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে। তাই আপনারা হয়তোবা অনেকে বিভিন্ন ধরনের ভালোবাসা বিষয়ক উক্তি খুঁজেছে থাকবেন। তাদের কষ্ট লাঘব করার জন্য আমরা আজকে নিয়ে চলে এলাম নতুন একটি উক্তি নিয়ে পোস্ট।
ভালোবাসা এমন একটি জিনিস যার কোনো বয়স নেই। এটা হচ্ছে একধরনের মনের ফিলিংস। যা বলে বোঝানো সম্ভব হয় না। কিন্তু তবুও উক্তির মাধ্যমে তা অনেকাংশেই মানুষের সামনে তুলে ধরা যায়। তাই আমরা আজকে আপনাদেরকে সেই সকল উক্তিগুলো চালাতে চলে এলাম।
এখানে যা যা পাবেন
ভালোবাসা দিবস
সারা বিশ্বের মানুষ ভালোবাসাকে মানুষের সামনে তুলে ধরার জন্য একটি দিন নির্ধারণ করে রেখেছে। দিনটি হলো 14 ই ফেব্রুয়ারি, এ দিনটিকে বিশ্বের সকল মানুষ বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করে থাকেন। দক্ষিণ এশিয়ার কিছু রাষ্ট্র ব্যতীত সারা বিশ্বেই এই দিনটি অনেক ব্যয় বহুল বাহুল যাপন করা হয়। ভালোবাসা দিবস বলতে শুধু এই যে নারী-পুরুষের ভালোবাসার কথা বলা হয়েছে তা নয়। এদিন সকলের সাথে সকলের ভালোবাসার কথা বলা হয়েছে।
আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে করে থাকেন ভালোবাসা মানে হচ্ছে এক নারীর সাথে পুরুষের প্রেম। কিন্তু আসলে ভালোবাসা দিবসে সকল ধরনের বিশ্বের সকল ভালোবাসা কে বোঝানো হয়েছে। এখানে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা।তারপর এছাড়া বিভিন্ন ক্ষেত্রে একে অপরের প্রতি যে আন্তরিকতা ও ভালোবাসা রয়েছে তাকেই মনে রাখার জন্য এ দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই আপনাদেরকে আমার পক্ষ থেকে আগামী ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল।
ভালোবাসা দিবসের উক্তি
আমরা সবাই স্বাভাবিকভাবে মনের ভাব প্রকাশ করার জন্য বা মানুষের সামনে তুলে ধরার জন্য যে লাইনগুলো সাজিয়ে বলি তাকে উক্তি বলা হয়। কিন্তু আজকে আমরা কোন সাধারণ উক্তি নিয়ে কথা বলতে যাচ্ছি না। তো চলুন আজকে অসাধারণ একটি ইভেন্ট নিয়ে উক্তি গুলো জেনে নেয়া যাক। আপনারা সকলে অবগত যে আগামী 14 ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে। তাই আপনারা সবাই উদগ্রীব হয়ে বসে আছেন তিনটির জন্য। তাই আর আপনাদেরকে তেরি করাবো না উক্তি জানার জন্য। চলুন শুরু করা যাক।
রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবাসা নিয়ে বলেছেন,
আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্য বার ভালোবেসেছি,
এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা সবসময়।
হুমায়ূন আহমেদ ভালোবাসা নিয়ে বলেছেন,
প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়,
ঘৃণা থেকে প্রেম হয় প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও।
প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই
সে জেগে উঠে।
লা রচেফউকোল্ড বলেছেন,
সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতাত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে, কিন্তু শুধুমাত্র
কয়েকজনই এর দেখা পায়।
লুইস ম্যাকেন বলেন,
ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে
দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে।
কীটস্ ভালোবাসা সম্পর্কে যে উক্তিটি বলেছেন,
যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ
নেই।
হুমায়ূন আজাদ ভালোবাসা সম্পর্কে আরো বলেছেন,
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই
প্রথম প্রেম।
ভালোবাসা দিবসের সেরা কিছু উক্তি
সবকিছুর মধ্যে যেমন সেরাদ থাকে। তেমনি আজকে আমাদের এই পোস্টটিতে বাছা কিছু উক্তি।রয়েছে সেগুলো এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব। ভালোবাসা দিবস একটি পবিত্র দিন। তবে বর্তমানে মানুষ সেদিন অন্য বিভিন্ন ধরনের খারাপ কাজে বেশি করে থাকে। যেগুলো আসলে আমাদের সংস্কৃতি, রীতিনীতি ও ধর্মের পরিপন্থী। তাই দয়া করে সে সকল কাজ গুলো থেকে আপনারা বিরত থাকবেন।
কনফুসিয়াস বলেন,
কোন কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।
হুমায়ূন আহমেদ বলেছেন,
পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে । ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক
অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।
হ্যাভনক এলিস বলেছেন,
ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।
হুমায়ূন আহমেদ আরো বলেছেন,
বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও
অসহায় হয়ে পড়ে।
আরো পড়ুন :
অপেক্ষা নিয়ে উক্তি , স্ট্যাটাস , বাণী ও কবিতা