তোমাকে নিয়ে কিছু কথা

আসসালামুয়ালাইকুম সম্মানিত বন্ধুগণ, আজকের নতুন একটি পোস্টে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের এই পোস্টটিতে আমরা আলোচনা করব প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা বা স্ট্যাটাস নিয়ে। আশা করি আপনারাও আমাদের পাশে থাকবেন।

তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়ার আজকের মূল বক্তব্যতে। আবারও বলছি আজকের মূল বক্তব্য টি তোমাকে নিয়ে অর্থাৎ প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই সকল কথাগুলো যার মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন আপনার প্রিয় মানুষের কাছে আরও অধিক প্রিয়।

তোমাকে নিয়ে কিছু কথা

আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের জন্য তোমাকে নিয়ে কিছু কথাতে, আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা গুলো তুলে ধরব। আশা করি এখানে কিছু শিক্ষণীয় কথাগুলো পেয়ে যাবেন। আশা করি আমাদের দেওয়ায় কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

 

কষ্ট কমবেশি সকলেই দেবে

কিন্তু এরই মাঝে, মুখে হাসি বজায় রেখে

চলার সক্ষমতা অর্জন করতে হবে। 

 

অযথা কথা বলার সময় নাই

সুখের সন্ধানে কষ্টগুলো খুঁজে পাই, 

সকল কষ্ট চাপা দিয়ে, এবার তোমাকে চাই।

 

তোমার আমার দূরত্ব থাকলেও

সেটি আমার মন থেকে নয়,

তোমাকে সরাসরি না হলেও

বন্ধ চোখে দেখতে পাই।

 

হাসতে কেউ শেখায় না কিন্তু

সময়ের ব্যবধানে…

কেউ না কেউ কাঁদতে শিখিয়ে থাকে।

 

প্রতিটা হাসির মাঝেই কোন না কোন

কান্নার প্রভাব পাওয়া যায়।

যা বোঝার ক্ষমতা শুধু আহত ব্যক্তিদের থাকে।

প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা

আমরা এই পোস্টটিতে প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা উক্তি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি এই উক্তিগুলো ব্যবহার করে আপনি আপনার প্রিয় মানুষকে আপনার মনের কথাগুলো অনায়াসে শেয়ার করতে পারেন। যাতে আপনাদের মধ্যকার সম্পর্ক পূর্বের থেকে আরও বেশি সুন্দর হয়ে ওঠে।

ভালোবাসার সেই ভিন্ন রঙিন চাদর

জড়িয়ে রাখি সারা গায়,

থাকে সবসময় উতলা এই মনটি

তোমাকে খুঁজে পাওয়ার অপেক্ষায়।

 

কিকরে বোঝাবো আমি

থাকতে পারিনা একা 

তোমাকে ছাড়া আর

বোঝানোর ক্ষমতা নেই, 

জীবনের হাজার বার।

 

বুকে জমে আছে ব্যথা

দু চোখে আসেনা নিদ্রা।

তোর মত করে কেউ এখন

আমাকে আর ভালবাসেনা।

 

কিছুদিনের সম্পর্কের ব্যক্তিদেরকে

মাঝে মাঝে হারিয়ে ফেলার ভয়টা

জেগে নিজেকে খুব কাঁদায়।

 

তোমার দূরে থাকাটা কামনা করি

কারণ আছে থাকলে জগড়া হলেও

দূরে থাকলে কিন্তু আমার কথা বেশি মনে পড়বে।