SSC Result 2022- এসএসসি রেজাল্ট দেখুন মার্কশিটসহ

এসএসসি পরীক্ষার ফলাফল 2022 – আমরা সকলেই হয়তো অবগত আছি যে করোনার বিভিন্ন সমস্যার কারণে আমাদের 2022 সালের এসএসসি পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। পরীক্ষা সেপ্টেম্বর মাসের 15 তারিখে শুরু হয় এবং অক্টোবর মাসের 1 তারিখে শেষ হয়। তখনকার সময়ের কথা অনুযায়ী পরীক্ষার ফলাফল পরীক্ষার একমাস পরেই দিয়ে দেওয়া হবে। সেই হিসেবে ফলাফলের তারিখ হত 28 নভেম্বর। তাই আমরা আপনাদেরকে এখানে এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ এবং ফলাফল কিভাবে দেখবেন তা সম্পর্কে বলবো।

SSC Result 2022

এসএসসি পরীক্ষার সময় এর যখন রেজাল্ট বের হয় তখন অনেক মানুষ রেজাল্ট জানতে খুবই চেষ্টা করেন। তাদের কাজ সহজ করার জন্যই আজকে আমরা আপনাদের জন্য রেজাল্ট বিষয়ক একটি পোস্ট নিয়ে চলে এলাম। এখানে আপনারা জানতে পারবেন এসএসসির রেজাল্ট কিভাবে দেখবেন এবং এর তারিখ সম্পর্কে জানাবো। তাই এসএসসি রেজাল্ট দেখতে আমাদের সঙ্গেই থাকুন এবং পুরো পোস্ট পড়ুন। তো চলুন তাই আর দেরি না করে শুরু করা যায়।

Check SSC Result 2022 Here 

এসএসসি রেজাল্ট দেখুন নিচের লিংকে

Link –    http://www.educationboardresults.gov.bd/

সএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ

আমরা অনেকেই বিষয় নিয়ে কনফিউশনে ছিলাম যে এই এসএসসি পরীক্ষা কবে রেজাল্ট দিবে। কারণ এসএসসি পরীক্ষার রেজাল্ট এর তারিখ খুবই দ্রুত পেছানো হচ্ছে। কিন্তু অবশেষে সকল কনফিউশন কে দূর করে আমাদের মাননীয় শিক্ষা মন্ত্রী গত 14 অক্টোবর এক বক্তব্যে এ কথা  পরিষ্কার করলেন যে, আগামী 28 শে নভেম্বর 2022 তারিখে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।তাই আপনারা দয়া করে 30 শে নভেম্বরপর্যন্ত অপেক্ষা করুন কারণ তিনি শে ডিসেম্বর এই ফলাফল প্রকাশিত হবে।

30 শে নভেম্বর সকাল 10 টা থেকে ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হবে। তখন থেকেই আপনারা হয়তো বা এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে পারবে। কিন্তু অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হলে আপনাদেরকে অবশ্যই দুপুর 12 টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ অনলাইনে আসতে একটু সময় লাগে এমনকি অনেক সময় ছাড়বে ব্লক হয়ে যায়। তবে আপনারা দুপুরের পর থেকেই ফলাফল অনলাইনে দেখতে পাবেন।

এসএসসি পরীক্ষার ফলাফল পদ্ধতি কেমন হবে

আমরা সকলে অবগত আছি তিনি এসএসসি পরীক্ষায় এ বছর তিনটি পরীক্ষা হয়েছে। কিন্তু আমরা সবাই জানি যে শুধু এই তিনটি পরীক্ষার মাধ্যমিক ফলাফল দেওয়া সম্ভব নয়। তাই সরকার বা শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের আগের জেএসসি পরীক্ষার ফলাফল থেকে কিছুটা এসেছে পরীক্ষায় সংযুক্ত করা হবে। আমাদের জেএসসি পরীক্ষার ফলাফল থেকে সাধারণত যে যে বিষয় গুলো যোগ করা হবে তা হলো গণিত, বাংলা, ইংরেজি, ICT, ও চতুর্থ সাবজেক্ট।এই সকল বিষয়ের জেএসসি পরীক্ষার ফলাফল গুলো আমাদের এসএসসি পরীক্ষা সংযুক্ত করা হবে।

উপরিউক্ত বিষয়গুলোর ফলাফল ও এসএসসি পরীক্ষা হওয়া বিষয়গুলোর ফলাফল একসাথে যুক্ত করে আমাদেরকে এসএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হবে। তাই আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে আমাদেরকে অনেকটা আমাদের আগের জেএসসি পরীক্ষার কিছুটা থেকে অংশ এবং এর উপরে কিছুটা অংশ নিয়ে ফলাফল প্রকাশিত হবে।

এসএসসি পরীক্ষা 2022 জিপিএ পদ্ধতি (GPA : Grade Point Average)

আমাদের এসএসসি পরীক্ষায় নম্বরে উপর ডিপেন্ড করে যে জিপিএ পয়েন্ট রাখা হবে তা নিচে আমরা বর্ণনা করব। এবছর 2021 সালের এসএসসি পরীক্ষার জিপিএ পদ্ধতিটি হলো:

Marks Range Grade Point Grade
100-80 5 A+
79-70 4 A
69-60 3.5 A-
59-50 3 B
49-40 2 C
39-33 1 D
32-0 0 F

এসএসসি পরীক্ষার ফলাফল 2022

এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে হলে আপনাদেরকে নিচে উল্লেখিত সকল নিয়ম কানুন মেনে কাজ করলেই জানতে পারবেন। এসএসসি পরীক্ষার ফলাফল দেখার জন্য আমাদের নিচে দেওয়া লিংকটিতে পতনের ক্লিক করতে হবে।

Link –    http://www.educationboardresults.gov.bd/

 

লিংকে ক্লিক করার সাথে সাথে নিচের ছবিতে দেখানো বক্সের মধ্যে একটি বক্স আপনার সামনে চলে আসবে। সেখানে আপনার যাবতীয় তথ্য দিতে হবে। তথ্যগুলো কিভাবে দিবেন তা সম্পর্কে নিচে আলোচনা করা হল।

SSC Exam Result - এসএসসি রেজাল্ট দেখুন মার্কশিটসহ

  • প্রথম খালি ঘরে আপনার পরীক্ষা সিলেক্ট করুন। এখানে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার জন্য আপনাকে অবশ্যই এসএসসি বা দাখিল লেখাটি সিলেক্ট করতে হবে। আপনি কারিগরি শিক্ষা থেকে পড়ালেখা করলে কারিগরি সিলেক্ট করবেন।
  • দ্বিতীয় খালিঘরে আপনাকে আপনার পরীক্ষার বছর বা সাল সিলেক্ট করতে হবে। যেহেতু আপনি 2021 সালের এসএসসি পরীক্ষার ফলাফল দেখবেন। তাই আপনাকে অবশ্যই 2021 সাল সিলেক্ট করতে হবে।
  • পরের ঘরে আপনাকে আপনার শিক্ষা বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সে ভর্তি সিলেক্ট করুন।
  • এর পরের ঘরে আপনাকে আপনার এসএসসি পরীক্ষার রোল নম্বর দিতে হবে।
  • তার পরের ঘরে আপনাকে আপনার এসএসসি পরীক্ষার 10 ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর টি দিতে হবে।
  • তার পরের ঘরে আপনাকে আপনার ওই ঘরের পাশে থাকা অংক বা যোগ-বিয়োগ টি করে ফল ওই ঘরে দিতে হবে।
  • এরপর আপনাকে সেখানে Submit এ ক্লিক করতে হবে।

এসকল কিছু করলেই আপনি ইয়াদ বিষয়ে জানতে পারবেন আপনার এসএসসি ফলাফল। উপরের সকল তথ্য আপনি ঠিকমতো দিতে পারলে আপনার মার্কশিটসহ আপনার এসএসসি পরীক্ষার ফলাফল বেরিয়ে আসবে। আপনি চাইলে এখান থেকে আপনার পরীক্ষার ফলাফল প্রিন্ট করেও বের করে নিতে পারবেন।

কিভাবে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল দেখব

এসএসসি পরীক্ষার ফলাফল এসএমএস এর মাধ্যমে আরও দ্রুত দেখা যায়। আপনারা চাইলে যে কোন সাধারণ মোবাইল ফোন দিয়ে এসএমএসের মাধ্যমে আপনার এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল দেখা খুবই দ্রুত এবং সহজে একটি পন্থা। তো চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনি এসএসসি পরীক্ষার ফলাফল আপনার সাধারন একটি মোবাইলে এসএমএস দেওয়ার মাধ্যমে জানতে। এসএসসি পরীক্ষার ফলাফল জানতে নিচের নিয়মে এসএমএস করুন।

Type: SSC <Space> Board Name<Space> Roll number <space> Year & send to 16222 number.

উপরের দেওয়া এই এসএমএস মডেলটির মাধ্যমে আপনাকে এসএমএস করতে হবে। চলুন আপনাকে আমি বুঝিয়ে বলি। কারণ উপরের এই জিনিসটি থেকে আমি হয়তোবা বুঝতে পারছেন না। এসএসসি পরীক্ষার ফলাফল জানতে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনে কমপক্ষে 3 টাকার উপরে রাখতে হবে। কারণ এসএমএসটি করলে আপনার মোবাইলের ব্যালেন্স থেকে 2 টাকা 50 পয়সার মত লাগবে।

এসএমএস করার জন্য প্রথমে আপনাকে মোবাইল ফোনে মেসেজ অপশনে যেতে হবে। সেখানে গিয়ে মেসেজ অপশন এর লেখার জায়গায় আপনাকে প্রথমে লিখতে হবে SSC এবং তারপর একটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনাকে আপনার শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর বড় হাতে লিখতে হবে।

যেমন Dhaka বোর্ডের ক্ষেত্রে DHA লিখতে হবে। তারপর আবারো একটি স্পেস দিতে হবে এবং স্পেস মারার পর আপনাকে আপনার এসএসসি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে। রোল নম্বর লেখার পর আবারও স্পেস দিয়ে আপনার পরীক্ষা দেওয়ার বছর বা সাল লিখতে হবে। এখানে আপনি যেহেতু 2022 সালের এসএসসি পরীক্ষার ফলাফল দেখবেন তাই আপনাকে 2022 লিখতে হবে। এরপর আপনাকে মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

এসএসসি পরীক্ষার শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর

বোর্ডের নাম প্রথম তিন অক্ষর
Dhaka Board DHA
Comilla Board COM
Barisal Board BAR
Sylhet Board SYL
Chittagong Board CHI
Jessore Board JES
Rajshahi Board RAJ
Dinajpur Board DIN
Mymensingh Board MYM
Madrasha Board MAD
Technical Board TEC

আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য ঢাকা বোর্ডের জন্য একটি এসএমএস করে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক ঢাকা বোর্ডের ফলাফল জানতে কিভাবে এসএমএস করবেন।

যেমন : SSC DHA 123456 2021 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল জানতে এসএমএস করব

Board Name Example
Dhaka Education Board SSC DHA 123456 2021 Send To 16222
Jessore Education Board SSC JES 123456 2021 Send to 16222
Barisal Education Board SSC BAR 123456 2021 Send to 16222
Comilla Education Board SSC COM 123456 2021 Send to 16222
Rajshahi Education Board SSC RAJ 123456 2021 send to 16222
Chittagong Education Board SSC CHI 123456 2021 send to 16222
Dinajpur Education Board SSC DIN 123456 2021 Send to 16222
Sylhet Education Board SSC SYL 123456 2021 Send to 16222
Mymensingh Education Board SSC MYM 123456 2021 Send To 16222
Board Name Example
Madrasa Education Board Dakhil MAD 123456 2021 Send to 16222
Vocational Board SSC TEC 123456 2021 Send to 16222

আপনার কাছে যদি কোন টেলিটক সিম কার্ড থেকে থাকে তবে আপনি প্রি অর্ডার করতে পারেন। অর্থাৎ আপনি অগ্রিম এসএমএস করে রাখতে পারবেন। মানে আপনি টেলিটক সিম কার্ড দিয়ে এখনই অগ্রিম এসএমএস করে রাখতে পারবেন এবং যখন ফলাফল প্রকাশ হবে তারা আপনাকে আবার এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেবে আপনার ফলাফল। 

এটি শুধু টেলিটক সিমে হবে। অন্য সকল সিম কার্ড দিয়ে ফলাফল প্রকাশের পরে এসএমএস দিতে হবে।ফলাফল প্রকাশ হওয়ার পর আপনি যে কোন সিম কোম্পানির অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন তবে এর জন্য আপনাকে অবশ্যই 2 টাকা 50 পয়সার মত চার্জ দিতে হবে