এসএসসি পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করবেন কিভাবে ?

এসএসসি পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ – আপনারা সকলেই জানেন সম্প্রতি গত 30 ডিসেম্বর 2021 আমাদের দেশের 2021 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই নিজেদের আশানুরূপ ফলাফল পাননি। অনেকেই ভেবেছিলেন ভালো রেজাল্ট হবে কিন্তু সেখানে খারাপ রেজাল্ট এসেছে। মানে আপনার পরীক্ষার তুলনায় রেজাল্ট খারাপ হয়েছে। তাই আপনাদের মধ্যে অনেকেই চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। তো তাদেরই জন্যে আমাদের আজকের এই নতুন পোস্ট।

এসএসসি পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করবেন কিভাবে?

পরীক্ষার ফলাফল নিয়ে অনেকে অসন্তুষ্ট থাকার কারণে চাচ্ছেন কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করা যায়। বোর্ড চ্যালেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম দিয়ে কিভাবে করতে হয় তা জানতে হবে। এসএসসি পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করা মানে হচ্ছে আপনার ফলাফলকে পুনঃনিরীক্ষণের জন্য পাঠানো। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন।

এসএসসি পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ

এসএসসি পরীক্ষায় এ বছর এমন একটি ফলাফল বেরিয়েছে যে বেশির ভাগ মানুষই চাচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে। তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে সে বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি জানাতেই আজকের এই পোস্ট টি আমাদের লেখা। তাই চলুন আর দেরি না করে জেনে নেয়া যাক কিভাবে আপনারা সকলে বোর্ড চ্যালেঞ্জ করবেন।

কিভাবে এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন?

আপনাদের মধ্যে অনেকে একটি বিষয় বা আবার অনেকে একাধিক বিষয়ের উপর বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। তাদেরকে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সে বিষয়ে আমরা এখন জানাবো। আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তবে আপনার মোবাইল ফোনের টেলিটক প্রি-পেইড সিম কার্ড পেতে ব্যালেন্স থাকতে হবে। সেই সিমটির মাধ্যমে আপনি মেসেজের মাধ্যমে আপনার ফলাফলের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।

বোর্ড চ্যালেঞ্জ করার পূর্বে আপনাকে অবশ্যই আপনার চ্যালেঞ্জ করা বিষয়গুলোর বিষয় কোড গুলো সম্পর্কে জানতে হবে। বিষয় কোড ব্যতীত আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন না। তাই বোর্ড চ্যালেঞ্জ করার পূর্বে অবশ্যই আপনার বিষয়গুলোর বিষয়ক জেনে নেবেন। আপনি যদি একাধিক বিষয়ে ভোট চ্যালেঞ্জ করতে চান তবে আপনাকে অবশ্যই একাধিক বিষয়ে কোডগুলো মেসেজ লিখতে হবে।

এসএসসি পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ সিস্টেম

প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনটি তে মেসেজ অপশন চালু করতে হবে। এরপর সেখানে মেসেজে লিখতে হবে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <space> Roll Number <space> আপনি যে বিষয়ের কোডের জন্য আবেদন করতে চান সেটি অবশ্যই কমা দিয়ে লিখতে হবে।

যেমন – আপনি যদি ঢাকা বোর্ডের অধীনে হয়ে থাকেন এবং দুটি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চান আর আপনার রোল মনে করুন 123456 হয় তবে আপনাকে লিখতে হবে এভাবে RSC DHA 123456 136,137 এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

এভাবে আপনি একাধিক বিষয়ের জন্য যে কোন বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।

এরপর আপনার মোবাইলে একটি উত্তর চলে আসবে। সেই উত্তর বার্তায় আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা খরচ পড়বে তা বলে দেওয়া হবে। তখন বোর্ড চ্যালেঞ্জের আবেদনকারীর যদি বোর্ড চ্যালেঞ্জ করতে রাজি হয় এবং সম্মতি জানায় তখন তাকে নিচে উল্লিখিত কাজগুলো করতে করতে বলা হবে। এখানে তাকে আবারো একটি মেসেজ করতে হবে।

RSC <space> Yes <space> pin <space> যোগাযোগ নম্বর এবং বার্তা পাঠাতে হবে 16222 নম্বরে।

যেমন – তাকে লিখতে হবে RSC YES 185066 017905 ……. এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

এরপর আবেদনকারীর মোবাইলে  উত্তর বার্তা হিসেবে একটি মেসেজ আসবে এবং সেখানে আবেদনকারীর নাম ও ট্রাক নাম্বার দিয়ে দেওয়া হবে।

কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করতে এসএমএস করব

Board Name Example
Dhaka Education Board RSC DHA 123456 136,137 Send To 16222
Jessore Education Board RSC JES 123456 136,137 Send to 16222
Barisal Education Board SSC BAR 123456 136,137 Send to 16222
Comilla Education Board RSC COM 123456 136,137 Send to 16222
Rajshahi Education Board RSC RAJ 123456 136,137 send to 16222
Chittagong Education Board RSC CHI 123456 136,137 send to 16222
Dinajpur Education Board RSC DIN 123456 136,137 Send to 16222
Sylhet Education Board RSC SYL 123456 136,137 Send to 16222
Mymensingh Education Board RSC MYM 123456 136,137 Send To 16222
Board Name Example
Madrasa Education Board RSC Dakhil MAD 123456 2021 Send to 16222
Vocational Board RSC TEC 123456 2021 Send to 16222

তবে প্রতিটি মেসেজ করার জন্য আপনাকে অবশ্যই 2 টাকা 50 পয়সার মত চার্জ দিতে হবে

এসএসসি পরীক্ষার সকল শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর

বোর্ডের নাম প্রথম তিন অক্ষর
Dhaka Board DHA
Comilla Board COM
Barisal Board BAR
Sylhet Board SYL
Chittagong Board CHI
Jessore Board JES
Rajshahi Board RAJ
Dinajpur Board DIN
Mymensingh Board MYM
Madrasha Board MAD
Technical Board TEC

এসএসসি পরীক্ষার সকল বিষয় কোড

বিষয়ের নাম বিষয় কোড
BANGLA 101
ENGLISH 107
MATHEMATICS 109
GEOGRAPHY AND ENVIRONMENT 110
ISLAM AND MORAL EDUCATION 111
HIGHER MATHEMATICS 126
SCIENCE 127
AGRICULTURE STUDIES 134
PHYSICS 136
CHEMISTRY 137
BIOLOGY 138
CIVICS AND CITIZENSHIP 140
BUSINESS ENTREPRENEURSHIP 143
ACCOUNTING 146
PHYSICAL EDUCATION, HEALTH, AND SPORTS 147
HOME SCIENCE 151
FINANCE AND BANKING 152
HISTORY OF BANGLADESH AND WORLD CIVILIZATION 153
INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY 154
CAREER EDUCATION 156

এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দেওয়া হবে

এর মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জ করার পর সেই রেজাল্ট কবে দেবে। রেজাল্ট দিতে খুব একটা দেরি হবে না। যদিও বা একদম ঠিক ভাবে বলা যাচ্ছে না রেজাল্ট দেওয়ার সেই তারিখটা। তবে আশা করা যায় বোর্ড চ্যালেঞ্জ করার রেজাল্ট জানুয়ারি মাসের 20 তারিখ এর ভেতরে দিয়ে দেওয়া হবে।

সর্বশেষ কথা

আমরা আপনাদেরকে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সে সকল বিষয়ে জানিয়েছি। আশা করি আপনারা সবকিছু বুঝে গেছেন। যদি এ সকল বিষয়ে আরো কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তবে আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Read More

SSC Result 2021- এসএসসি রেজাল্ট দেখুন মার্কশিটসহ