সিঙ্গাপুর এয়ারলাইন্স টিকিট চেক করার পদ্ধতি ও লিংক

আমাদের দেশের অসংখ্য মানুষ টাকা উপার্জনের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমায়। আর তাদের মধ্যে সিঙ্গাপুর দেশটি অন্যতম। অসংখ্য মানুষ সিঙ্গাপুরে যায় তাদের ভাগ্য পরিবর্তন করতে। আর সিঙ্গাপুরের বেতন স্কেল অনেক ভালো। আর সিঙ্গাপুর যাওয়ার ক্ষেত্রে অনেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স ব্যবহার করে থাকে। আর যারা সিঙ্গাপুর এয়ারলাইন্স বিদেশ ভ্রমণ করতে চায় এমনকি তাদের মূল্যবান টিকিট চেক করতে চাই আজকের পোস্টটি তাদের জন্য। এখানে আমি অত্যন্ত সুন্দরভাবে সিঙ্গাপুর এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম ও লিংক দিয়ে দিয়েছি। তাই নিচের অংশ ভাল করে পড়ুন।

সিঙ্গাপুর এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম

সিঙ্গাপুর এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়ম। সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুরের একটি বিমান সংস্থা। সংস্থাটির সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত। এ বিমান সংস্থা হাজার 1947 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ সংস্থাটির বহরে 161 টি বিমান রয়েছে। সংস্থাটি বিশ্বের 137 ডেস্টিনেশন এ তাদের ফ্লাইট ব্যবস্থা চালু করেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স উন্নত মানের বিমান সংস্থাগুলো মধ্যে একটি। আরো জানতে নিচের অংশ ভাল করে পড়ুন।

সিঙ্গাপুর এয়ারলাইন্স টিকিট চেক অনলাইন

সিঙ্গাপুর এয়ারলাইন্স টিকেট চেক অনলাইন। আমরা অনেকেই আছি যারা সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট চেক করতে পারিনা। আজকের পোষ্টটি আমি তাদের জন্য সাজিয়েছি। এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি খুব সহজেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট অনলাইনে চেক করে নিতে পারবেন। চলুন জেনে নেয়া যাক কিভাবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট অনলাইনে চেক করতে হয়।

টিকিট চেক করার জন্য আপনাকে প্রথমে সিঙ্গাপুর এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর মেনুবার থেকে manage booking বাটনে ক্লিক করতে হবে। Manage Booking বাটনে ক্লিক করার পর Last Name ও Booking Reference অথবা E ticket number দেবার অপশন আসবে। আপনি যে কোন একটির মাধ্যমে আপনার মূল্যবান টিকিট চেক করে নিতে পারবেন ।

Booking Reference অপশনটি সিলেক্ট করলে নিচে six character booking reerence ও last/ family name এর জায়গায় আপনার টিকিটের টাকা 6 ডিজিটের পি এন আর নাম্বার এবং আপনার নামের শেষের অংশটি দিন। এরপর Manage booking বাটনে ক্লিক করুন। আপনার মূল্যবান টিকিটের সমস্ত তথ্য চলে আসবে।

E- Ticket number select করলে নিচে 13 digit e-ticket number ও last name / family name এর জায়গায় আপনার টিকিটের টাকা 6 ডিজিটের পি এন আর নাম্বার এবং আপনার নামের শেষের অংশটি দিন। এরপর Manage booking বাটনে ক্লিক করুন। আপনার মূল্যবান টিকিটের সমস্ত তথ্য চলে আসবে।

কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনার টিকিটের সমস্ত তথ্য চলে এসেছে। যদি কখনো টিকিটের সমস্ত তথ্য আসতে সময় লাগে তবে অতি দ্রুত যেখান থেকে টিকিট কিনেছেন সেখানে যোগাযোগ করুন। তা না হলে আপনার সমস্যা হতে পারে।

আশা করি আপনাদের পোস্টটি ভাল লেগেছে। এরপরও যদি কারো টিকিট চেক করতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা অতি দ্রুততার সমাধান করে দেব। পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।