শুভ নববর্ষের শুভেচ্ছা

আসছে আগামী 14 এপ্রিল আমাদের পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ হলো বাঙালির বাংলা বছরের প্রথম দিন। এদিন প্রতিটি বাঙালি অনেক আনন্দের সাথে উদযাপন করে। আর সেই পহেলা বৈশাখী আমাদের সামনে আসছে। তাই অনেকেই পহেলা বৈশাখ এর জন্য অধীর আগ্রহে বসে আছেন।

পহেলা বৈশাখে সকল বাঙালি খুব ধুমধামের সাথে দিনটি উদযাপন করে। এদিন সকলেই বাঙালি খাবার খাওয়ার চেষ্টা করে। সকলেই তার মাতৃকা বাংলাকে মনে করে। আর সেই দিন সকল বাঙালি একে অন্যকে নববর্ষের শুভেচ্ছা জানায়। সেই নববর্ষের শুভেচ্ছা বিষয় কি লেখা আজকে আমরা শেয়ার করতে চলেছি।

শুভ নববর্ষের শুভেচ্ছা

নববর্ষের মধ্যে সকলেই একে অন্যকে শুভেচ্ছা জানায়। সেই নববর্ষের শুভেচ্ছা গুলো মানুষ খুঁজে থাকে বিভিন্ন মাধ্যমে। তাই তো আমরা তাদের কাজকে সহজ করার জন্য বিভিন্ন শুভেচ্ছা বিষয়ক স্ট্যাটাস লিখছি। চলুন সেগুলো একবার ভালোভাবে দেখে নেয়া যাক।

বিদায়ের বছর ধরে নিয়ে গেল সকল দুঃখ কষ্ট,

নতুন বছর আসছে নিয়ে সকল আনন্দের উৎস।

সকলকে শুভ নববর্ষ!…

 

চলে যাচ্ছে সকল পুরনো দিন,

আসছে সামনে এক নতুন দিন।

এই নববর্ষে আপনারা সবাই আমার শুভেচ্ছা নিন!…

 

মনের সকল দুঃখ কষ্ট, ধুয়ে নিয়ে যাক পুরনো বর্ষ!!

আনন্দ উল্লাস দিয়ে যাক, আশা নতুন বর্ষ!!…
তোমাদের সবাইকে শুভ নববর্ষ!!!

শুভ নববর্ষ 2023 শুভেচ্ছা

শুভ নববর্ষ জানানোর জন্য বিভিন্ন বার্তাও রয়েছে। যে বার্তাগুলো কাউকে পাঠালে সে খুব খুশি হবে। সকল বাঙালি শুভ নববর্ষের দিন ওনার কাছ থেকে শুভেচ্ছাবার্তা আশা করি। আর কেউ যদি সেই বার্তা তাকে দেয় সে সবসময় খুব খুশি হয়। তাই অনেকেই তার আপনজনকে নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে থাকে। তাই এবারের নববর্ষে নিজের আপন জনকে শুভেচ্ছা জানানোর জন্য নিচের লেখাগুলো আপনি ভালভাবে দেখতে পারেন।

এবারের বাংলা বছর হচ্ছে হাজার 1429 বঙ্গাব্দ। গত দুই বছর তো আমাদের নববর্ষ করোনার কারণে খুবই বাজে ভাবে কেটেছে। সেখানে এ বছর আমরা অনেকাংশেই করোনা থেকে মুক্ত রয়েছি। তাই এবছর হয়তো নববর্ষ টি ভালো হবে উদযাপন করা সম্ভব হবে। আমরা সকলে আশা করি 2022 এর বাংলা নববর্ষ খুবই আনন্দদায়ক ও উৎসবমুখর হোক। তারই কিছু শুভেচ্ছা গুলো হল-

আসছে আগামী নতুন বছর, তোমার জন্য নিয়ে আসুক শান্তি ও সুখ,

পুরনো বছরের ভুলে যাও বেদনা, তুলে নাও আমার নতুন বছরের শুভেচ্ছা!!..

 

সবাইকে শুভেচ্ছা জানাতে, আসছে সকলের দ্বারে দ্বারে!!

সে যে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের নতুন বছর 1429 বঙ্গাব্দ রে!!!…

 

শুভ নববর্ষে নতুন বছর নতুন আশা,

সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা!!…

শুভ নববর্ষের শুভেচ্ছা কবিতা

আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কিছু শুভ নববর্ষের কবিতা। আশা করি আপনারা সকলেই এটি খুব পছন্দ করবেন। তাই দেরি না করে চলুন কবিতাগুলো একবার ভালোভাবে দেখে নেওয়া যাক।

আসছে নতুন বছরের নতুন আলো,

দূর করে দিতে সকল কাল।

সবাইকে আনন্দ দিয়ে বোঝাবে,

অন্ধকারের চেয়ে আরো ভালো।

তাইতো সকলের ঘরে ঘরে নতুন বর্ষ চলে এলো!!…

 

আসছে নতুন দিন ও নতুন মাস,

করতে সকল প্রকারের আনন্দ-উচ্ছ্বাসের বাস।

পুরনো বছরের বেদনা ভুলে,

নতুন বছরের সকল আনন্দের শুরু!,,

তাই তোমাকে জানাই শুভ নববর্ষ গুরু!!…

 

আসছে নতুন বছরের ডাক,

পুরনো বছর দূরে চলে যায়।

পুরনো বছরের সকল দুঃখ,

সবকিছু ধুয়ে মুছে নিয়ে যাক।

নতুন বছরের শান্তি জীবনটাকে ভরিয়ে যায়।

সর্বশেষ কথা – আশা করি আপনারা সকলেই নববর্ষ উদযাপন করবেন। আর আমাদের এই পোস্টটি পড়ে বন্ধুদের মাঝে শুভেচ্ছা পৌঁছে দেবেন। দোয়া করি সকলে মিলে ভালোভাবে নববর্ষ উদযাপন করুন। লেখা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন। এছাড়া আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে আসুন।

পহেলা বৈশাখের শুভেচ্ছা উক্তি