বাংলাদেশের স্বাধীনতা দিবসের ছবি – স্বাধীনতা দিবসের কবিতা

২৬শে মার্চের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা । মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

26 শে মার্চ শব্দটি শুনলেই মনের মাঝে এক বিশাল অফুরন্ত আনন্দ আভাস ফুটে উঠে। যদিও এই সময় থেকে শুরু হয়েছিল বাংলার স্বাধীনতার যুদ্ধ। আর সেই যুদ্ধে বিজয় পতাকা ছিনিয়ে এনেছিলেন বাংলার খেটে খাওয়া কামার কুমোর কিংবা চাষা। তাদের দেওয়া এই বিশাল উপহার ভোগ করার সামর্থ্য আমরা পেয়েছি। তাদের এই ঋণ কখনোই শোধ করার মতো নয়। সারাজীবন তাদের সম্মান ও শ্রদ্ধা নিবেদন সেইসাথে আন্তরিকভাবে তাদের আত্মার মাগফেরাত কামনা করা আমাদের সকল সময়ের কর্তব্য।

বাংলাদেশের স্বাধীনতা দিবসের ছবি

অল্প কিছু সংখ্যক স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের জন্য ছবি তুলে ধরলাম। আশা করি এই ছবিগুলো আপনাদের কাছে ভালো। ছবির পাশাপাশি কিছুটা নিয়েছে আমরা স্বাধীনতা দিবসের কবিতা উল্লেখ করেছি। আশা করি সময় নিয়ে আমাদের এই কবিতাগুলো আপনারা পারবেন।

 

২৬শে মার্চের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

 

স্বাধীনতা আমার স্বাধীনতা

রক্তে রঙ্গিত মোর স্বাধীনতা

 

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল সবার জন্য

স্বাধীনতা দিবসের কবিতা

স্বাধীনতা দিবসকে উল্লেখিত করে আমরা আপনাদের জন্যও নতুন নতুন এবং ছোট কিছু কবিতা তুলে ধরলাম। আশাকরি স্বাধীনতার এই কবিতাগুলো আপনাদের কাছে ভালো। যদি ভালো লেগে থাকে তবে চাইলে বন্ধুদের সাথে আমাদের কবিতা গুলা শেয়ার করবেন।

 

স্বাধীনতা আমার স্বাধীনতা

স্বাধীন বাংলা, স্বাধীন বঙ্গ, স্বাধীন মোর এই জন্মভূমি

স্বাধীনতার ছোঁয়া দিয়েছো ওগো আমার উত্তরসুরি।

ভুলবোনা কখনো তোমাদের এই প্রতিদান

থাকিবে যতক্ষণ এই হৃদয়ের প্রাণ।

 

স্বাধীনতা তুমি

স্বাধীনতা চাহিয়ে দিলে কত প্রাণ

রাখিতে চাই সারা জীবন

তোমাদের এই মান।

 

স্বাধীন বাংলা

বিশাল আকাশে পায়রা উড়ে

মুক্ত মনে এইতো আশা।

আমার সোনার দেশ স্বাধীন করল

কামার, কুমার, জেলে আর চাষা।

 

স্বাধীন বাংলা

স্বাধীনতা নিয়ে ছিল কত আশা

তাইতো বাংলার প্রতি এতো ভালোবাসা।

রক্ত ক্ষয়ী যুদ্ধ করে ছিনিয়ে আনা

এইতো মোর স্বাধীন বাংলা ভাষা।

 

দেখে নিনঃ বিকাশে পেমেন্ট করে এমন সাইট – প্রতিদিন ইনকাম 3000 টাকা

শেষ বাক্যঃ যদি আপনাদের কাছে আমাদের দাও আজকের পোস্টটি ভাল লাগে তবে আপনারা চাইলে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেইসাথে পরবর্তীতে এরকম আরো পোস্ট পেতে চাইলে। আমাদের কে ফলো করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের সময় আমার পাশেই ব্যয় করার জন্য।