রোমান্টিক স্ট্যাটাস

আসসালামুয়ালাইকুম সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রোমান্টিক স্ট্যাটাস নিয়ে গুগলে সার্চ করে থাকেন। আজকের পোস্টটি তাদের উদ্দেশ্য করেই তৈরি করা হয়েছে। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাইকৃত কিছু নতুন নতুন রোমান্টিক স্ট্যাটাস।
আশা করি আমাদের দেওয়ায় স্ট্যাটাস গুলো আপনাদের কাছে পছন্দ হবে। তাহলে চলুন দেরী না করে চলে যাওয়া যাক আজকে সেই রোমান্টিক স্ট্যাটাস সমূহতে।
রোমান্টিক স্ট্যাটাস
যেদিকেই তাকাই শুধু রোমান্টিকতার ছড়াছরি। তাই আমরাও দেরি না করে আপনাদের জন্য সেরা কিছু রোমান্টিক স্ট্যাটাস সমূহ সংগ্রহ করে আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি শেষ পর্যন্ত স্ট্যাটাস গুলো পড়ে আপনাদের ভালো লাগবে।
কোন এক স্বপ্নতে
বলেছিলে আসবে।
তবে আসো তুমি
বাস্তবতার মাঝে হলেও।
বসন্ত ঋতুর আসা-যাওয়া থাকবেই
তবে তোমার আমার মনের বসন্তর
একবার আসলে আর যাবেন।
তোমার প্রতি আমার ভালোবাসা
তোমার কল্পনার বাহিরে গিয়ে দাঁড়ায়।
আরো পড়ুনঃ শ্রেষ্ঠ প্রেমের কবিতা
বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস
আজকের এই পোস্টটিতে আমরা বৃষ্টি নিয়ে কিছু রোমান্টিক স্ট্যাটাস অন করেছি। কিছুটা হয়তো কবিতার মত হতে পারে বাট স্ট্যাটাস স্বরূপ এটি চালানো সম্ভব। আই হোপ এই বৃষ্টি ভেজা রোমান্টিক স্ট্যাটাস আপনাদের কাছে পছন্দ হতে পারে।
মনের মাঝে আশা জাগে
ভিজবো দুজন ভারী বর্ষার বৃষ্টিতে
সাজাবো তোমাকে আমার তরে।
বৃষ্টির দিন চলে এলে
জানিনা কেন ?
মনে পড়ে তোমাকে
চলে আসো তুমি আমার প্রাণে।
ভালোবাসার সেই গভীর রাতে
বৃষ্টিতে ভিজবো মোরা একসাথে
বলেছিলে তবে হাতে হাত রেখে।
আরো পড়ুনঃ প্রথম প্রেমের কবিতা
ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস
ভালোবাসার মধ্য রোমান্টিকতার অনুভূতির কখনো শেষ নেই। আমাদের মাফ করবেন কারন আমরা আপনাদের জন্য অল্প কিছু রোমান্টিক স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি। তারপরও আমরা চেষ্টা করব আপনাদের কে খুশি করার জন্য নিয়মিত বিভিন্ন ধরনের স্ট্যাটাস তৈরি করতে।
ছোটখাটো একটু আসা
ছুটে আসো আমার বাসা।
দেবো তোমাকে ভালোবাস।
সকল দুঃখ ভুলে একদম খুশি মনে
চলে এসো আমার কাছে কারণ
পারবোনা তোমাকে ছাড়া থাকতে।
বেদনার অশ্রু ঝরে
তোমায় পাশে না পেলে।
কেঁদেই যাব এই আমি
হারিয়ে গেলে তোমাকে।
আরো পড়ুনঃ গভীর প্রেমের কবিতা
প্রেমিকার জন্য রোমান্টিক কথা
প্রেমিকাকে খুশি করতে কে না চায় বলুন। প্রেমিকাকে খুশি করার জন্য আপনি আপনার মনের সেই রোমান্টিক কথাগুলো এবার বলে ফেলুন । আমরা আপনাদের হেল্প বা সাপোর্ট করার জন্য কিছু অসাধারণ রোমান্টিক কথা তুলে ধরলাম। আশা করি আপনারা এই কথাগুলো আপনাদের মনের মানুষকে বলে খুশি করতে পারবেন।
মনের মাঝে
আছো তুমি একা
যদি আসে ঝড় এখানে
ছাড়বোনা হাত কোনমতে।
অনেক আশার ভালোবাসা
তুমি থাকলেই সকল আশা
পেয়ে যাবে হাজারো ভাষা।
সময়ের সাথে পাল্লা দিয়ে
করতে চাই বন্ধু তোমাকে।
নিয়ে যাব কিন্তু তোমাকে
সানাই বাজিয়ে।
সর্বশেষ কথাঃ আশা করি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আপনারা আপনাদের মনের মানুষের সাথে কথাগুলো শেয়ার করতে পারেন। হয়তোবা এই কথাগুলো শেয়ার করে আপনাদের মধ্যে থাকা সম্পর্ক আরও গভীর হতে পারে। সর্বশেষে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে এরকম আরো সুন্দর সুন্দর স্ট্যাটাস পেতে চাইলে অবশ্যই আমাদের ফলো করবেন।