রোমান্টিক প্রেমের ছন্দ – রোমান্টিক কবিতা

আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমরা আপনাদের সাথে কথা বলব রোমান্টিক প্রেমের ছন্দ, কবিতা ও স্ট্যাটাস সম্পর্কে। আপনি যদি ইন্টারনেটে রোমান্টিক প্রেমের ছন্দ, কবিতা বা ক্যাপশন এর খোঁজ করছেন, তবে আজকের এই পোষ্টটি আপনার জন্য।

এই পোস্টটিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন বাছাইকৃত কিছু রোমান্টিক প্রেমের ছন্দ, কবিতা এবং ক্যাপশন। আশাকরি আমাদের এই নতুন নতুন রোমান্টিক প্রেমের ছন্দ, কবিতা এবং ক্যাপশন গুলো আপনাদের কাছে ভালো লাগবে। সময় নষ্ট না করে চলে যাওয়া যাক আজকের বিষয়বস্তুর উপর।

রোমান্টিক প্রেমের ছন্দ

যেখানে চারদিকে রোমান্টিকতার আবির্ভাব। সেখানে রোমান্টিক প্রেমের ছন্দ থাকবে না সেটা কি করে হয়। তাই আমরা আমাদের জন্য কিছু রোমান্টিক প্রেমের ছন্দ উল্লেখ করলাম। আশা করি, এই ছন্দ গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

একাকী আর লাগেনা ভালো

রাতের আকাশটা লাগে কালো।

নেই পাশে বসে তুমি

তাইতো আমি থাকি একাকী।

 

চাঁদ আর আমি দুজনেই মধ্যরাতে

হয়তো বসে কারো অপেক্ষাতে।

বসে আছি ছাদের দিকে তাকিয়ে 

মনের মাঝে তোমার প্রতি স্বপ্ন নিয়ে।

 

প্রেমের হাজার টানে

ছেড়ে এই হাতটাকে।

কিযে হয় ফাগুনে

মনের এই আগুনে।

আরো পড়ুনঃ মিষ্টি প্রেমের ছন্দ 

দিলাম চিঠি পাখির কাছে

চিঠিটি খুলে পড়ো।

ভয় পেয়োনা আছি পাশে

হাতটি একটু ধরো।

রোমান্টিক কবিতা

আপনাদের উদ্দেশ্যে আমরা কিছু বাছাইকৃত রোমান্টিক কবিতা তুলে ধরলাম। আপনাদের কাছে আমাদের দেওয়া কবিতা ছন্দ স্ট্যাটাস গুলো পছন্দ হলে কপি করে সেগুলো আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

বাচিবো বল আমি কেমনে

তোমাকে ছাড়া একা হয়ে।

কাঁদব আমি একাকী 

তোমার সন্ধান না মিললে।

 

হৃদয়ের মধ্যে প্রাণে

শুধু আমার মন জানে।

সময়ের এই ব্যবধানে

হারিও না তুমি ক্ষণে।

 

মন মাতানো বসন্তের দিনে

বলতে চাই কোকিল সুরে,

মনের এই গভীর থেকে

ভালোবাসি শুধুই তোমাকে।

 

দুটি চোখে একই স্বপ্ন আসলে

ভালোবাসা হয়।

দুটি মনে একই গল্প ভাবলে

হৃদয় সম্পর্ক হয়।…see more

বাংলা রোমান্টিক ক্যাপশন

আজকের এই পোস্টটিতে আমরা টপ টেন বাংলা রোমান্টিক ক্যাপশন রেখেছি। আশাকরি আমাদের এই টপ টেন ক্যাপশনগুলো আপনাদের কাছে ভালো লাগবে। চাইলেই ক্যাপশনগুলো আপনারা আপনাদের ফেসবুকে অনায়াসে দিতে পারেন।

১। কখনো তাকে চোখের আড়াল করো না, যাকে তুমি তোমার নিজের থেকেও ভালবাসো। 

২। প্রকৃত সম্পর্ক সেখানেই থাকে যেখানে, মান অভিমানের পরও একে অপরকে ভালোবাসা দিয়ে আগলে রাখে।

৩। সম্পর্ক গড়ে তুলতে সময় লাগেনা, সময় লাগে শুধু সম্পর্ক টিকিয়ে রাখতে।

৪। চাইলে তবে পাইবে সবে, হয়তো পাবে তাদের মাঝে এই আমাকে।

৫। সেই স্বপ্ন গুলো জ্বালানি হয়, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তোমার অবর্তমানে।

 

৬। নীল এই আকাশ প্রাণে, আছি ধরে হাত একসাথে কোন এক বসন্ত বিকেলে।

৭। আসলে কিন্তু ফিরে সেই, সময়ের মূল্যটা বুঝলে সর্বশেষ।

৮।  আলো রাঙিয়ে প্রহর কাটিয়ে, এলো সেই রাত । প্রেমে কাটাব দুজন মিলে নতুন সুপ্রভাত।

৯। সম্পর্ক গড়ার আগে, তা টিকিয়ে রাখতে শিখুন। দেখবেন জিবনে কোন কিছুই হাড়াবেনা।

১০। প্রকৃত ভালোবাসাতে হাজার ভুলেরও মাফ হয়। কিন্তু মিথ্যের মধ্যে নয়।

সর্বশেষ কথাঃ আশাকরি আমাদের আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভবিষ্যতে এরকম আরো পোস্ট পেতে চাই বসে আমাদের কে ফলো করবেন। আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের পাশে দেয় করার জন্য অসংখ্য ধন্যবাদ।