কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম ও লিংক

আপনি কি কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম জানতে চান? কাতার এয়ারওয়েজ একটি বহুল পরিচিত নাম।আমরা যারা মধ্যপ্রাচ্যে ভ্রমণ করে থাকি তারা কাতার এয়ারওয়েজ সম্পর্কে বেশি পরিচিত। কেননা মধ্যপ্রাচ্যের ভ্রমণের ক্ষেত্রে কাতার এয়ারওয়েজ সবচেয়ে ব্যবহার বেশি করে থাকে মানুষ। আর কাতার এয়ারওয়েজ এ ভ্রমণ সবচেয়ে আরামদায়ক। আমরা এখানে কাতার এয়ারওয়েজের টিকেট কিভাবে চেক করা হয় তা আপনাদের জানাবো।

কাতার এয়ারওয়েজের টিকিট চেক করা খুব একটা কঠিন বিষয় না। আপনি চাইলে ঘরে বসেই কাতার এয়ারওয়েজের টিকেট চেক করতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন একটি অ্যান্ড্রয়েড ফোন অথবা কম্পিউটার। এই 2 টির যে কোন একটি থাকলে আপনি ঘরে বসে কাতার এয়ারওয়েজ টিকেট চেক করতে পারবেন। এবার মূল কথায় আসা যাক।

কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম

কাতার এয়ারওয়েজ টিকেট চেক করা খুবই সহজ। আপনি চাইলে খুব সহজে কাতার এয়ারওয়েজের টিকেট চেক করতে পারবেন। আপনি আপনার ব্যবহৃত এন্ড্রয়েড ফোন দিয়ে কাতার এয়ার টিকেট চেক করে নিতে পারবে। এর জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা জানা। কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার ইন্টারনেট চালু করতে হবে। এরপর আপনাকে গুগল ক্রোমে তে গিয়ে কাতার এয়ারওয়েজ টিকেট লিখে সার্চ করতে হবে। এরপর নিচের নিয়ম অনুযায়ী নিজের টিকেট চেক করুন এবং ডাউনলোড করে নিন।

অনলাইনে কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম

অনলাইনে কাতার এয়ারওয়েজ এর টিকিট চেক করা খুবই সহজ। এর জন্য প্রয়োজন আপনার টিকেট চেক করার পদ্ধতি জানা। আমি এই পোস্টে অনলাইনে কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম তুলে ধরেছি। আপনি যদি উপরের অংশ ভালো করে পড়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই আপনার ব্যবহৃত হ্যান্ডসেট দিয়ে অনলাইনে কাতার এয়ারওয়েজ টিকেট চেক করতে পারবেন। যদি আপনার কাতার এয়ারওয়েজ এর টিকিট চেক করতে অসুবিধা হয় তবে ঢাকা কর্পোরেট অফিসে কল করে তা জেনে নিতে পারেন।

কাতার এয়ারওয়েজ টিকেট স্ট্যাটাস চেক লিংক

কাতার এয়ারওয়েজ এর টিকিট স্ট্যাটাস চেক করার জন্য আমি নিচে একটি লিংক শেয়ার করব। আপনি উক্ত লিংকে প্রবেশ করার মাধ্যমে খুব সহজে কাতার এয়ারওয়েজ এর টিকিট স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি যদি মধ্যপ্রাচ্যে প্রবেশ করতে চান এবং আপনার টিকেট চেক করতে চান তাহলে নিচের লিংকে প্রবেশ করুন।

Ticket Check

উপরোক্ত লিংকে প্রবেশ করার মাধ্যমে আপনি আপনার কাতার এয়ারওয়েজ টিকেট চেক করতে পারবেন। এ সম্পর্কে আরও জানতে নিচে ভালো করে পড়ুন।

  • মেন্যু বার থেকে My Trips অপশনে ক্লিক করুন।
  • এবার Booking Reference অথবা PNR নাম্বার টি দিন।
  • Last Name অথবা আপনার নামের শেষ অংশ সঠিকভাবে বসান।
  • সব তথ্য সঠিকভাবে দেয়া হলে Retreve Booking এ ক্লিক করলেই আপনার টিকেট এর বিস্তারিত দেখে নিতে পারেন।
  • আপনি চাইলে সেখান থেকে টিকেটটি ডাউনলোড করে নিতে পারেন।

কুয়েত এয়ারওয়েজ টিকেট চেক করার নিয়ম ও লিংক

কাতার এয়ারওয়েজ হেল্প নাম্বার

আমরা অনেকেই আছি যারা অনলাইন সম্বন্ধে কম জানি। এর ফলে আমাদের নানা তথ্যের জন্য কাতার এয়ারওয়েজ এর হেল্প নাম্বার ব্যবহার করতে হয়। আর আমরা যারা অনলাইন সম্পর্কে ভাল বুঝি তারা খুব সহজে সব কিছু বের করতে পারি। অনেকেই আছে যারা তাদের বিভিন্ন তথ্য নেয়ার জন্য কাতার এয়ারওয়েজ হেলপ নাম্বারে কল করে থাকেন। আবার অনেকেই আছি যারা নাম্বার না জানার কারণে কাতার এয়ারওয়েজ যোগাযোগ করতে পারে না। নিচে কাতার এয়ারওয়েজ এর হেল্প নাম্বার।

যোগাযোগের নাম্বার +৮৮ ০৯৬ ১০ ৮০০ ৮০০, ইমেইলঃ dacreservations@bd.qatarairways.com