আসসালামুআলাইকুম পাঠকবৃন্দ, আশাকরি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরাও সুস্থ আছি। আজকে আমরা আপনাদের সাথে কথা বলব সেরা প্রেমের কিছু কবিতা নিয়ে । আশা করি, আপনারা সকলে পর্যন্ত পাশে থাকবেন। তাহলে, দেরি না করে চলে যাওয়া যাক আজকের মূল বিষয়ের উপর।
সেরা প্রেমের কবিতা
আমাদের দেওয়া কবিতাগুলো চাইলে সংগ্রহ করে আপনি আপনার মনের মানুষের সাথে শেয়ার করতে পাড়বেন। যদি চান তাহলে, আমাদের দেওয়া কবিতাগুলো সংগ্রহ করে সেগুলো ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। কিংবা মনের মানুষকে তাদের সোস্যাল সাইটগুলোতে প্রদান করে তার আরও মনের গভীরে যেতে পাড়বেন।
আমার মনটা দিলাম তোমাকে
যত্ন করে দিও রেখে।
সময় করে হৃদয় মাঝে
একটা ছোট্ট ছবি এঁকো।
তোমার মাঝে সন্ধ্যা সাঁঝে
দিলাম ছোট্ট একটা আশা।
যত্ন করে রেখ তুমি
আমার দেওয়া ভালোবাসা।
সপ্নতে তুমি ছুটে আসো
সত্যিতে কেন আসোনা।
মনের গল্পকে কেন তুমি
মুখে প্রকাশ করোনা।
পেছনে ফেলা সকল স্মৃতি
তুমি কেন গেলে ভুলে।
মনের সকল অনুরাগ মুছে
চলে আসো আমার প্রাণে।
ভালোবাসার কবিতা
আমাদের দেওয়ার ভালোবাসার কবিতাগুলো চাইলে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে শেয়ার করতে পাড়েন। ফলে, দুজনের মধ্য আরো ভালোবাসার পরিবেশ গড়ে উঠবে।
তুমি কথা বল যতবার
তোমাকে দেখি ততবার।
প্রতিবারই তোমার মাঝে
নতুন ভালোবাসার স্বপ্ন সাজে।
গভীর রাতের স্বপ্নতে
দেখি তুমাকে আপন করে।
চলে যেওনা কোথায় তুমি
আমাকে একা ফেলে।
তোমাকে ভূলে যাওয়ার ভয়ে
মনটা সুধু কেমন যেন করে।
বুকের সেই গভীরে
রাখতে চাই আপন করে।
জীবনের সকল অপূর্ন গল্প
শোনাতে চাই তোমাকে।
চলে আসো আমার ঘরে
পূর্ণ করো সেই অপূর্ন গল্পটারে।
আরো পড়ুনঃ
সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি আজকের আমাদের এই কবিতাগুলো ভালো লেগেছে । যদি তাই হয়ে থাকে, তবে চাইলে আপনি আপনার মনের মানুষের সাথে শেয়ার করতে পাড়েন। এরকম আরো নতুন নতুন কবিতাগুলো পেতে আমাদেরকে অবশ্যই ফলো করবেন। শেষ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।