নভোএয়ার বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা। এখানে আমি নভোএয়ার টিকিট চেক করার নিয়ম ও যেখান থেকে টিকিট চেক করতে হয় তার লিংক দিয়ে দিব। যারা নভো এয়ার টিকিট চেক করতে চান আজকে তাদের জন্য পোস্টটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নভো এয়ার টিকিট চেক করার নিয়ম জানার পূর্বে চলুন জেনে আসি নভোএয়ার বিমান সম্পর্কে কিছু কথা।
নভোএয়ার একটি বেসরকারি বিমান সংস্থা। এর সদর দপ্তর ঢাকা অবস্থিত। 2007 সালে এটি প্রতিষ্ঠিত হয়। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় 7 টি বিমান রয়েছে। এবং বিশ্বের প্রায় 9 টি ডেস্টিনেশন এ এটি ফ্লাইট পরিচালনা করে থাকে। চলুন এবার নভো এয়ার টিকিট চেক করার নিয়ম জেনে নেই।
নভোএয়ার টিকিট চেক করার নিয়ম
নভো এয়ার টিকিট চেক করার জন্য প্রথমে আপনাকে নভোএয়ারের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে আপনাকে মেনুবার থেকে Manage Booking অপশনে ক্লিক করতে হবে। এ অপশন এ ক্লিক করলে reservation এবং First or Last Name দেওয়ার অপশন আসবে। এরপর আপনার টিকিটে থাকা পিএনআর/রেফারেন্স নাম্বার এবং আপনার নামের শেষের অংশ দিয়ে find reservation অপশনে ক্লিক করতে হবে।
কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন আপনার টিকিটের সমস্ত তথ্য চলে এসেছে। যদি কোন কারণে টিকিটের সমস্ত তথ্য আসতে দেরি হয় তাহলে যেখান থেকে টিকিট ক্রয় করেছেন সেখানে যোগাযোগ করুন।
অনলাইনে নভোএয়ার টিকিট চেক
আপনি চাইলে আপনার ব্যবহৃত স্মার্টফোন দিয়ে অনলাইনে নভো এয়ার টিকিট চেক করে নিতে পারেন। এর জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না। আপনি যদি আপনার মূল্যবান টিকিট অনলাইনে চেক করতে চান তাহলে উপরের দেয়া তথ্যগুলো ভাল করে পড়ুন। কেননা উপরে আমি কিভাবে অনলাইনে টিকিট চেক করা যায় তা দিয়ে দিয়েছি। তাই উপরাংশ ভালো করে পড়লে আপনি খুব সহজেই অনলাইনে নভো এয়ার টিকিট চেক করে নিতে পারবেন।