শুভ নববর্ষ 2023 – নববর্ষের শুভেচ্ছা বাণী

পুরনো বৎসর যাচ্ছে চলে, নতুন বছর আসছে ঘরে। বাঙালির জীবনে একটি বড় উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ হচ্ছে বাংলা বছরের প্রথম মাস বৈশাখের প্রথম দিন। এদিন সকল বাঙালি নতুন করে সাজিয়ে এবং বাঙ্গালীদের পরিচয় দেয়। সকলে বাঙালি নিজেকে বাঙালি বলে দাবি করে থাকে। সেই নববর্ষেই একে অন্যকে বিভিন্নভাবে সমবেদনা জানায়।

কিন্তু অনেকেই রয়েছে যারা কি বলে শুভেচ্ছা জানাবেন তা বুঝতে পারেনা। তাদেরই কষ্টকে দূর করার জন্য আমরা নববর্ষ নিয়ে বার্তা, বাণী ও শুভেচ্ছা এসএমএস চলে এলাম। আপনারা যারা এর জন্য অপেক্ষা করছিলেন তারা সম্পূর্ণ লেখাটি ভাল ভাবে মনোযোগ দিয়ে পড়বেন।

শুভ নববর্ষ 2023

আসছে আগামী 1 ই জানুয়ারি ইংরেজি নববর্ষ। আমাদের সকল বিশ্ববাসীর নববর্ষ এদিন। এদিন সকলেই বাঙালি খাওয়া দাওয়া ও বাঙালি ঐতিহ্য ধারণ করে। সকল বাঙালি নিজেকে বাঙালির পরিচয় ফুটিয়ে তোলে। আমাদের সাল হচ্ছে 2023। এটাই হচ্ছে আমাদের নতুন বছর।

করণা সমস্যার কারণে গত দুই বছর নববর্ষ খুবই ভালো ভাবে পালন করা হয়নি। নববর্ষে কেউ ভালোভাবে উৎসব উদযাপন করতে পারেনি। সকলেই ঘরের মাঝে বসেই নববর্ষকে খুব মিস করেছে। কিন্তু এ বছর সেই সকল বাধা বিপত্তি কাটিয়ে করোনাকে দূরে সরিয়ে মানুষ নববর্ষ পালন করবে। সবাই পালন করবে শুভ নববর্ষ 2023।

শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা

এবার আমরা আপনাদের সামনে কিছু শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা তুলে ধরব। এগুলো আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে শুভেচ্ছা জানাতে পারেন। সেগুলো হলো-

আবার এলো বৈশাখ, সকল বাধা বিপত্তি কাটিয়ে
নতুন বছরের নতুন হাওয়া আনন্দ দিল প্রাণে!!…
মনের সকল দুঃখ ভুলে, চলো যাই শিকড়ের টানে।
শুভ নববর্ষ যে আমায় মাটির দিকে টানে!!…
সবাইকে জানাই শুভ নববর্ষ!!!

নতুন সকাল নতুন দিন,
আসছে নতুন বছরের শুভ দিন!!…
শুভ দিনে আমার শুভেচ্ছা নিন!!..
নববর্ষের শুভেচ্ছা সকলের মাঝে ছড়িয়ে দিন!!…

পহেলা বৈশাখের নতুন সূর্য,
বয়ে আনুক মনে নতুন আনন্দ!!..
এটাই চাই আল্লাহর কাছে,
নববর্ষে যেন তোমার মনের সুখ সবসময় থাকে।

নববর্ষের শুভেচ্ছা বাণী

পুরনো সব স্মৃতি গুলো একদিন না একদিন শেষ হয়ে যাবে,
তাইতো পুরনো বছরকে ভুলে গিয়ে, নতুন বছর আমার আনন্দ দেবে!!..
তাই পুরনো স্মৃতিকে ভুলে গিয়ে তোমাকে জানাই,
শুভ নববর্ষের এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা!!!

পুরনো বছরের শেষে, নতুন এক দেশে
আসছে যে কিসে ভেসে ভেসে,
নতুন বছর আমাদের জীবনে কোন বেসে!!!
তাইতো সকলে বরণ করে নাও নতুন নববর্ষকে!!..
সেই নববর্ষের শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে!!!

ঢাক, ডলার আনন্দের তালে
উদযাপন করব এবারের নববর্ষ তারে!!..
এবার পান্তা-ইলিশ, দেখাবো বাঙালিয়ানা!!..
গর্ব করে বলবো আমি নিজে বাঙালি!!..
সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই আমি!!!

শুভ নববর্ষ sms

এবার আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছে শুভ নববর্ষ উপলক্ষে কিছু এসএমএস। যে এসএমএস গুলো দিয়ে আপনি আপনার কাছের মানুষ কেবা আপন জনকে নববর্ষের শুভেচ্ছা জানাতে পারেন। নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য অবশ্যই আপনাকে কিছু ভেবেচিন্তে লিখতে হবে। সেই ভাবনাকে রেখে আপনি চাইলে আমাদের এখান থেকে দেখে লিখতে পারেন এবং জানতেও পারেন। তাই সেগুলো হলো-

এখন আলো, পূর্বে ছিল আধার। পুরনো বছরের বেদনার মাঝে নতুন বছরের আনন্দ দিচ্ছে সাঁতার!!..
সব বেদনা কে ভুলে গিয়ে আনন্দের সাথে জীবন শুরু করার সময় এসেছে আবার!!!..
ভুলে যাও সকল দুঃখ বেদনা, এই শুভ নববর্ষ এর শুভেচ্ছা সবার!!!

মাছে ভাতে বাঙালি, পান্তা-ইলিশ তার ঐতিহ্য
পহেলা বৈশাখের দিনে আমাদের পান্তা ইলিশই ভোজ্য!..
ইলিশ খাওয়ার পান্তা খাও, খাওয়াবা তোমরা দুটোই
নববর্ষের আনন্দ কিন্তু ধনী-গরীব সবারই!!!…

বন্ধু তুমি মনে রেখো, ভালোবেসে বলছি তোমায় সামনে নববর্ষ।
ভুলে যেও না এই দিনটিকে, যা বাংলার ও বাঙালির ঐতিহ্য!!…
যতই তুমি ভুলে যাও বাংলা কে, বাংলা তোমায় ছাড়বে না!!..
বাংলা তোমার রক্তে আছে, তুমি অবশ্যই দেখাবে একদিন বাঙালিয়ানা;
তাই তোমাকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা!!!

সর্বশেষ কথা: আশা করি আপনারা সকলেই লেখাটি পড়ে উপকৃত হবেন। আমরা প্রতিনিয়ত এধরনের বিভিন্ন লেখা লিখে থাকি। আপনি চাইলে প্রতিনিয়ত তা পড়ে জ্ঞান অর্জন করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের টিপস অন্ড ট্রিক্স আমরা দিয়ে থাকি। এবং অন্যকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের লেখা আমরা লিখে থাকি। লেখাটি ভাল লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন।আরো বিস্তারিত জানতে নিচের লিংকগুলো থেকে গিয়ে জেনে আসতে পারেন।

শুভ নববর্ষের শুভেচ্ছা