না বলা ভালোবাসার কিছু কথা – না বলা কষ্টের কথা

সসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা এসেছি আপনাদের সাথে কিছু কথা বলতে, যা হচ্ছে না বলা ভালোবাসার কিছু কথা। অর্থাৎ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি না বলা ভালোবাসার কিছু কথা নিয়ে সেরা সকল স্ট্যাটাস সমগ্র।

আশা করি আমাদের দেওয়ায় স্ট্যাটাস গুলো আপনাদের কাছে পছন্দ হবে। আমাদের দেওয়া স্ট্যাটাসগুলো চাইলে আপনি কপি করে সেগুলো আপনাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে চলে যাওয়া যাক আজকে সেই সকল স্ট্যাটাস গুলো সম্পর্কে জানতে।

না বলা ভালোবাসার কিছু কথা

 

মনকে বোঝানোর মত কেউ নেই

আমি আছি পাশেই কেনন তুমি নেই।

 

যেখানে তোমার দিন কাটতো না,

 আমার কথা তোমার কানে না পৌছালে।

সেখানে কিভাবে এতদিন পারলে

আমাকে ছেড়ে দিনরাত পারি  দিয়ে।

 

দুনিয়ার সকলে ব্যস্ত তাদের

নিত্যনতুন অভিনয় নিয়ে।

কেউ সংযুক্ত হতে চায় না

অন্য কারো অভিনয়।

 

ধোঁয়াশা ভরা রাস্তাতে

ছাড়তে চাইনি কখনো তোমাকে।

ছেড়ে গেছো তুমি আমাকে

কঠিনের অন্ধকারের মুহূর্তে।

 

মানুষ বড়ই চালাক

সুখের  সময় পাশে থাকলেও।

দুঃখের সময় তাকে পাশে

পাওয়াটা দুষ্কর হয়ে যায়।

না বলা কষ্টের কথা

বর্তমান সময়ে অনেকের মধ্যেই কষ্ট থেকে থাকে। কিন্তু কি করার, আমাদেরকে জীবন যাপন করতে হয় বিভিন্ন ধরনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং বিভিন্ন ধরনের কষ্টের মাঝেই। এজন্য  আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু না বলা কষ্টের কথা।

যতই চাই ভুলে যেতে

কেন মনে পড়ে তোকে।

হাজার হাজার চেষ্টাতেও

পারিনি কখনো ভুলে যেতে তোকে। 

 

শিক্ষক বলতো আমার নাকি পড়ালেখা ভুলে যাওয়ার রোগ আছে,

কিন্তু কেন, আমার মধ্যে মানুষকে ভোলার রোগটি নেই।

 

তাহলে কি,

আমাদের পথ চলা এই পর্যন্তই

কেন বলেছিলে তবে, 

রাস্তা শেষ হবেনা কোন খনে।

 

কখনো ভাবিনি হাত ছেড়ে পালিয়ে যাবে,

অন্য কারো ধরণী হয়ে।

 

সুখের ঠিকানা সকলে খুঁজে

মনের কথা কে বা বোঝে।

দুঃখ দিয়া এই মনে

সুখে কেমনে রইলে।

সর্বশেষ কথা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাছে নিত্যনতুন বিষয়বস্তু নিয়ে হাজির হতে। আমাদের দেওয়া স্ট্যাটাস গুলো ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারন আপনাদের একটি কমেন্ট আমাদেরকে নিত্য নতুন কাজের জন্য অনুপ্রেরণা যোগাবে। সর্বশেষে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।