কুয়েত এয়ারওয়েজ টিকেট চেক করার নিয়ম ও লিংক

আপনি কি কুয়েত এয়ারওয়েজ টিকেট চেক করার নিয়ম জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকে আমি আপনাদের কুয়েত এয়ারওয়েজ টিকেট কিভাবে চেক করতে হয় তার নিয়ম সম্পর্কে জানাবো। বিমানের টিকেট চেক করা খুবই সহজ। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনার মূল্যবান টিকেট চেক করতে পারবেন। আমাদের মাঝে অনেকেই আছে যারা টিকেট চেক নিয়ে বিভ্রান্তিতে পড়ে। অনেকের কাছে বিমানের টিকেট চেক করা খুবই কঠিন বিষয়। তবে এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মুল্যবান টিকেট চেক করে নিতে পারবেন।

কুয়েত এয়ারওয়েজ টিকেট চেক করার নিয়ম

বর্তমান যুগে সবার কাছে স্মার্টফোন রয়েছে। স্মার্ট ফোনের সাহায্যে নানা ধরনের কঠিন কাজ সহজে করা যায়। আর বর্তমানে অনলাইনে প্রায় সব কিছু হয়। বিমানের টিকেট ও এখন অনলাইনে কাটা যায়। তেমনি আপনি চাইলে ঘরে বসে কুয়েত এয়ারওয়েজ এর টিকেট চেক করে নিতে পারবেন। এর জন্য প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা। আপনি আপনার স্মার্ট ফোন দিয়ে আপনার মূল্যবান টিকেট চেক করতে পারবেন।

কুয়েত এয়ারওয়েজ টিকেট চেক করা এখন খুবই সহজ। আপনি চাইলে ঘরে বসে আপনার মূল্যবান টিকেট চেক করতে পারবেন।  মূলত কুয়েত এয়ারওয়েজ হচ্ছে কুয়েতের জাতীয় বিমান সংস্থা। এর প্রধান কার্যালয় হচ্ছে আল ফারয়ানিয়াহ গভমোরেট এর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত। এর প্রতিষ্ঠাকাল হচ্ছে ১৯৫৩ সালে। বর্তমানে এর বহরে মোট বিমান সংখ্যা ৩০ টি। বর্তমানে পৃথিবীর ৩৪ টি ডেস্টিনেশনে ফ্লাইট পরিচালনা করছে।

কুয়েত এয়ারওয়েজ এর টিকেট চেক লিংক

আমাদের মাঝে অনেকেই আছে যারা টিকেট চেক করতে পারেনা। আবার অনেকেই আছে যারা অনলাইনে টিকেট চেক লিখে সার্চ করে তা খুঁজে পায় না। আমি তাদের জন্য নিয়ে এসেছি কুয়েত এয়ারওয়েজ টিকেট সার্চ করার জন্য যে লিংকে প্রবেশ করতে হবে সেই লিঙ্ক। আপনি যদি সেই লিঙ্ক সম্পর্কে জেনে না থাকেন তাহলে নিচের লিংকে প্রবেশ করুন। এটি কুয়েত এয়ারওয়েজ এর টিকিট চেক করার লিংক।

প্রবেশ করুন নিচের লিংকে

Ticket Check

উপরোক্ত লিংকে প্রবেশ করার মাধ্যমে আপনি আপনার কুয়েত এয়ারওয়েজ টিকেট চেক করতে। যারা টিকিট চেক করার লিংক সম্পর্কে জানি না তারা Ticket Check এই লিঙ্কে প্রবেশ করুন। এই লিঙ্কে প্রবেশ করার মাধ্যমে আপনি আপনার মূল্যবান টিকেট চেক করে নিতে পারবেন।

টিকিট চেক করার জন্য আপনাকে যা যা করতে হবে 

কুয়েত এয়ারওয়েজ ফ্লাইট এর টিকেট চেক করতে হলে আপনাকে উপরোক্ত লিংকে ক্লিক করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

>এরপর আপনাকে ( MANAGE BOOKING ) বাটনে ক্লিক করতে হবে।

>বাটনে ক্লিক করলে Last Name এবং Booking reference অথবা E-TICKET NUMBER দেওয়ার অপশন আসবে।

> আপনার টিকেটে থাকা বুকিং রেফারেন্স/টিকেট নাম্বার এবং আপনার নামের শেষের অংশ নির্ধারিত স্থানে বসিয়ে Retrieve Booking বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর আপনি দেখবেন আপনার টিকিটের সব তথ্য চলে আসছে। কোনো কারণবশত আপনার টিকিটের তথ্য যদি না আসে তাহলে আপনি অতি দ্রুত যেখান থেকে টিকেট কেটেছেন সেখানে যোগাযোগ করুন।

কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম ও লিংক

কাতার এয়ারওয়েজ ঢাকা অফিস ঠিকানা

বিমানবন্দর অফিসের ঠিকানা
টার্মিনাল ১, রুম নং-১৩, দ্বিতীয় তলা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
কুর্মিটোলা, ঢাকা – ১২২২, বাংলাদেশ।

টেলিফোন নাম্বার
+৮৮ ০২ ৮৯০১১১৭

বিমানবন্দর ইমেইল
dackkqr@bd.qatarairways.com