কোরবানির ঈদের স্ট্যাটাস, কবিতা ও ছন্দ

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। কোরবানিকে কেন্দ্র করে আজ আমরা আপনাদের জন্য একদম নতুন নতুন কিছু কোরবানির শুভেচ্ছা স্ট্যাটাস, কবিতা এবং ছন্দ তুলে ধরতে যাচ্ছি। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা কোরবানীকে কেন্দ্র করে বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে চান। মূলত আমরা তাদের জন্যই আজকের এই পোস্টটি তৈরি করেছি।

আশাকরি আমাদের আজকের এই কোরবানির ঈদ নিয়ে স্ট্যাটাস, কবিতা এবং ছন্দ গুলো আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা আরও জেনে খুশি হবেন যে এই পোস্টটিতে আমরা একদম নতুন নতুন স্ট্যাটাস, কবিতা এবং ছন্দ তুলে ধরেছি। তাহলে সময় নষ্ট না করে খুঁজে নিন আপনার পছন্দমত কোরবানি ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস কিংবা কবিতা ও ছন্দ।

কোরবানির ঈদের স্ট্যাটাস

কোরবানিকে ঘিরে কিছু সংখ্যক কোরবানির ঈদের স্ট্যাটাস তুলে ধরতে চলেছি। আপনাদের কাছে যদি এই স্ট্যাটাস পছন্দ হয়ে থাকে তবে, চাইলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে কোরবানি ঈদের শুভেচ্ছা বিনিময় করে নিতে পারেন।

 

করোনা মহামারীর পর সুখের হাসি

সকল মানুষকেই ভালোবাসি,

সকলে একত্রে মিলে করি আওয়াজ

সকলকে জানাই ঈদের দাওয়াত। ঈদ মোবারক…

 

শুভ রাত, শুভ দিন

রাত পেরোলেই ঈদের দিন।

দাওয়াত দিলাম তোমাকে অগ্রিম

অবশ্যই আসবে কিন্তু ঈদের দিন। ঈদ মোবারক…

 

আজকের দিন কালকের দিন

দিন ফুরালেই  ঈদের দিন।

সময় নাই আর বেশিদিন,

কেনাকাটা সব সেরে নিন। ঈদ মোবারক…

 

হাঁসের ডিম মুরগির ডিম

পাওয়া যায়না কোথাও ঘোড়ার ডিম।

আসবেন কিন্তু ঈদের দিন

না আসলে কিন্তু ঘুসি দিম। ঈদ মোবারক…

 

ঈদ মানে সকল আনন্দের খুশি

কোরবানিতে থাকে গরুর গলায় রশি।

ঈদের সকালে মোরা সকলেই বিজি

সারাটা দিন থাকে মুখে হাসি। ঈদ মোবারক…

 

আরো পড়ুনঃ ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ও ক্ষুদে বার্তা

কোরবানি ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২২

 

সময় নাই কাজে অনেক বিজি

ঈদের দিনের কাজটি নয় কিন্তু ইজি।

জানিনা কোনটি পড়বো ট্রি-শার্ট না শার্ট

তোমার জন্য করি wish from hart… Eid Mubarak

 

ঈদের শুভেচ্ছা জানাই রাশি রাশি

কোরবানি দিব গরু আর খাসি।

ভুলে যাও পুরনো আঘাতহানি

কবুল করো আমার দাওয়াত খানি। ঈদ মোবারক…

 

ফুল কিংবা ফুলের মালা দিয়ে নয়

গান কিংবা গানের কোন সুর দিয়ে নয়।

দাওয়াত দিলাম তোমাকে মনের হৃদয় থেকে

আসছে ঈদে আইসো আমাদের বাড়িতে। ঈদ মোবারক…

 

খুশির হাওয়া লাগলো মনে

ঈদ চলে এলো বলে।

তুমি আমি দুজন মিলে

ঈদ কাটাবো এক সাথে। ঈদ মোবারক…

 

তুমি চাঁদ না হলেও চাঁদের আলো

তোমাকে দেখে মন হয়ে যায় ভালো।

তুমি ফুল না হলেও ফুলের সুভাষ

আমার মাঝে তোমার ভালোবাসার আভাস। ঈদ মোবারক…

 

আরো পড়ুনঃ ঈদের মজার শুভেচ্ছা স্ট্যাটাস

কোরবানির ঈদের কবিতা

সকলের দিক থেকে বিবেচনা করে আমরা কোরবানির ঈদের জন্য কিছু কবিতা তুলে ধরেছি, যদিও সংখ্যায় কম হতে পারে তবুও ভালো লাগলো কবিতাগুলো তাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কিংবা পছন্দের ব্যক্তিকে শেয়ার করে কুরবানী ঈদের শুভেচ্ছা জানাতে পারেন।

কোরবানির ঈদ

                              — সাব্বির হোসেন

চারিদিকে খুশির হাতছানি সোনাই এক ত্যাগের বাণী

মুমিন বান্দারা খোদার নামে করবে আজ পশুর কুরবানী,

স্বপ্নে দেখল ইব্রাহিম কয়েকবার

প্রিয় জিনিসটাকে কোরবানি করার বাকি আছে তার।

 

ভালোমতো চিন্তা করে দেখে ইব্রাহিম

সবচেয়ে প্রিয় জিনিসটি হল ইসমাইল,

কোরবানিটা ছিল খোদার এক বিশাল পরীক্ষা

ফেল করাতে পারলনা তাকে সেই শয়তানটা।

 

কবুল করলেন তিনি সকলের নিয়তখানি

তাইতো ইসমাইললে সরিয়ে দুম্বা রাখলেন তিনি,

এটাই ছিল খোদার মেহেরবানী

আর এইভাবেই শুরু হয়েছিল কোরবানি।

 

আরো পড়ুনঃ বাংলা ইমোশনাল স্ট্যাটাস ও ক্যাপশন

কোরবানির ঈদের ছন্দ

 

শুভেচ্ছা জানাই সকলের তরে

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। ঈদ মোবারক…

 

নতুন বছর নতুন দিন

ঈদ পাবেননা প্রতিদিন।

খুশির আওয়াজ ছড়িয়ে দিন

দাওয়াত দিলাম ঈদের দিন,

ভুলেও আসবেননা পরেরদিন। ঈদ মোবারক…

 

ঈদের দাওয়াত রইল তোমার তরে

আসবে কিন্তু তুমি আমার ঘরে।

কবুল করো আমার দাওয়াত

না করলে তোমার সাথে আড়ি

আর কিন্তু যাব না তোমাদের বাড়ি। ঈদ মোবারক…

 

ঈদ মানে দেখব নতুন চাঁদ 

ঈদ মানে নতুন জামা পাওয়ার স্বাদ।

ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত।

ঈদ মানে মেহেদি হাতে রাঙ্গাবো এবার দুটি হাত । ঈদ মোবারক…

 

সর্বশেষ কথাঃ যাওয়ার আগে আপনাদের সকলকে আরো একবার কোরবানির ঈদ অর্থাৎ ঈদুল আযহার শুভেচ্ছা জানাই। আমাদের সকলের সুখে-শান্তিতে এবং আনন্দে এ বছরের ঈদ কাটুক সকলের একত্রে। ধন্যবাদ আমাদের সাথে আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য। ঈদ মোবারক…