আবারও আমরা হাজির হয়ে গেলাম কবিতা ক্যাপশন বাংলা বিষয়ক নতুন একটি পোষ্ট নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিছু কবিতা ক্যাপশন বাংলায়। বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। সেই মধুর ভাষায় আমরা কিছু মধুর ক্যাপশনগুলো আপনাদের বলব।
বাংলা ক্যাপশন অনেক লোকে খুঁজে থাকেন। কিন্তু তা নিজের মন মত কখনো হয়না এবং কে তৈরি করাও যায় না। তাই ভালোভাবে খুঁজে খুঁজে ভালো ভালো ক্যাপশন গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব। এজন্য সেসকল বাংলা ক্যাপশন গুলো জানতে সম্পূর্ণ লেখা টি মনোযোগ দিয়ে পড়ুন।
এখানে যা যা পাবেন
কবিতা ক্যাপশন
কবিতা হল নিজের মনের মত করে ছন্দ তৈরী করে কিছু বলা। নিজের মনের ভাব কে ছন্দের মাধ্যমে অন্যের সামনে তুলে ধরা। যখনই আপনি কোন কিছু ছন্দ আকৃতিতে অন্যের সামনে তুলে ধরবেন তখনই সেটা হয়ে যাবে কবিতা। আর সেই কবিতা দিয়ে কোন উপজাতি কিছু বললেই হয় ক্যাপশন বা কবিতা ক্যাপশন।
এ ধরনের কবিতা ক্যাপশন অনেক পাওয়া গেলেও বেশিরভাগই মনের মত হয় না। কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করেছি আপনার জন্য যেন সেটা আপনার মনের মত হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। লেখাগুলো সম্পর্কে ভালোভাবে জানতে অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
কবিতা ক্যাপশন বাংলা
এবার হয়ে গেল অনেক কথা। এখন আর কথা না বাড়িয়ে আমরা মূল বিষয় চলে যাই। আসলে আমরা এখানে আপনাদেরকে কবিতা ক্যাপশন বাংলায় দেখাতে চলে এসেছি। বেশি কথা না বাড়িয়ে সেইদিকে চলে যাওয়া যায়। সেই সকল বাংলা কবিতা ক্যাপশন গুলো হল-
ও আমার স্বপ্নের রাজ্যের রানী,
তোমায় ছাড়া এই মনের ভালো লাগেনা।
তোমার কোনো স্মৃতি আমার কাছে নেই,
তাই শুধু করি তোমায় নিয়ে কল্পনা।
রাত জেগে বসে থাকে এই দুটি আঁখি,
শুধুমাত্র তোমার অপেক্ষায়।
মন শুধু বলতে থাকে,
তুমি এখন কোথায়।
আমার মরন কালে তুমি এসো না গো,
কারণ তোমায় হারিয়ে আমি একাই,
প্রেমের গান গাইতে গাইতে মরবো।
বেস্ট বাংলা ক্যাপশন
অনেক ধরনের ক্যাপশন কবিতা রয়েছে। কিন্তু তার মধ্যে বেছে বেছে সবচেয়ে সেরা কিছু ক্যাপশন আপনাদের সামনে তুলে ধরবো। যাকে বলা হয়েছে আমাদের বাসায় বেস্ট বাংলা ক্যাপশন। তাই আপনি এটুকু অন্তত ভালো করে মনোযোগ দিয়ে পড়ুন। আর সে সকল বেস্ট বাংলা ক্যাপশন গুলো হল-
যখন তুমি মোর কাছে না থাকো,
নিজেকে একদমই মনে হয় শূন্য।
তুমি যখন ডাকো আমায়,
দুনিয়ার বাকি সবকিছু আমার কাছে ক্ষুন্ন।
একবার যখন এসেছ কাছে, আর যেওনা চলে
একা আমি একদমই প্রায়, তোমায় ছাড়া এ জীবনে।
মনোজ যাব আমি একদমই, আমায় ছেড়ে তুমি চলে গেলে।
নিশিজাগা এই মন তোমায় খুজে সারাক্ষণ
তুমি এখন আছো কোথায়, সে বিষয়ে ভাবে সারাক্ষণ।
ফিরে আসো তুমি, আমার এই মনের কিনারায়
তুমি পাশে থাকলে আমার এই প্রাণ জুড়ায়।
এই ছিল আজকের আমাদের কিছু বাংলা কবিতা ক্যাপশন। আশা করি লেখাটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি লেখাটি পছন্দ হয় তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রশ্ন থাকলেও তা জানাবেন। এ ধরনের পোস্ট নিয়মিত লিখে থাকি। তাই সেগুলো জানতে আমাদের সঙ্গেই থাকুন। আরও কিছু জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে জেনে আসুন।