জাজিরা এয়ারওয়েজ টিকিট চেক করার পদ্ধতি ও লিংক

মধ্য প্রাশ্চাত্য দেশে জাজীরা এয়ার ওয়েজ সবচেয়ে বেশি পরিচিত। আমরা যারা মধ্যপ্রাচ্য দেশে ভ্রমণ করেছে তারা জাজীরা এয়ারওয়েজ সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে। জাজীরা এয়ারওয়েজ একটি আধুনিক বিমান সংস্থা। অনেক সময় আমাদের বিমানের টিকেট নিয়ে সমস্যা হয়। এর জন্য আমাদের বিমানের টিকেট চেক করার প্রয়োজন পড়ে। যারা জাজীরা এয়ার হয়েছে এ ভ্রমণ করতে চান এবং এর বিমান টিকেট চেক করতে চান আজকের পোস্টটি তাদের জন্য। তাই সম্পন্ন পোস্টটি ভালো করে পড়ুন।

জাজিরা এয়ারওয়েজ টিকিট চেক করার পদ্ধতি

জাজীরা এয়ারওয়েজ টিকিট চেক করার পদ্ধতি। জাজীরা এয়ারওয়েজ কুয়েতের একটি বিমান সংস্থা। এই বিমান সংস্থা টি প্রধান কার্যালয় কুয়েত ইন্টারন্যাশনাল বিমানবন্দর এ অবস্থিত। বিমান সংস্থা 2004 সালে তাদের যাত্রা শুরু করে। বর্তমানে সংস্থাটির বহরে মোট 13 টি বিমান রয়েছে। এ বিমান সংস্থা টি বিশ্বের মোট 34 টি দেশে তাদের বিমান চলাচল করে থাকে। এ বিমান সংস্থাটির সেবা ব্যবস্থা খুবই ভালো।

অনলাইনে জাজিরা এয়ারওয়েজ টিকিট চেক করার নিয়ম

অনলাইনে জাজীরা এয়ারওয়েজ টিকেট চেক কিভাবে করতে হয় তা অত্যন্ত সুন্দরভাবে নিচে দেয়া হয়েছে। তাই নিচের অংশ ভালো করে পড়ে নিন। আশা করি আপনারা আপনাদের ব্যবহৃত হ্যান্ডসেট দিয়ে আপনার মূল্যবান টিকিট নিজেরাই চেক করতে পারবেন।

মেন্যু বার থেকে Manage অপশন সিলেক্ট করুন। সেখান থেকে View or Change booking অপশন সিলেক্ট করুন। এবার প্রথমেই আপনার Booking reference or Ticket number or email / last name চাওয়া হবে, সেখানে আপনার টিকেটে অথবা ই-মেইলে থাকা ১৩ ডিজিটের PNR/ Ticket number সঠিকভাবে বসান। এবার আপনার নামের শেষ অংশ নির্ভূলভাবে পূরণ করুন। সবশেষে View / print itinerary অপশনটি সিলেক্ট করুন। সব তথ্য সঠিক থাকলে Find My Booking বাটনে ক্লিক করুন।

এভাবে আপনার টিকেট এর সার্বিক অবস্থা জানতে পারবেন। আপনি চাইলে সেটি প্রিন্ট করে নিতে পারেন। তবে যদি কোন কারনে আপনার টিকিটের সমস্ত তথ্য না আসে তবে যেখান থেকে টিকিট কিনেছেন দ্রুত সেখানে যোগাযোগ করুন।

জাজিরা এয়ারওয়েজ টিকেট চেক

জাজীরা এয়ারওয়েজ টিকিট চেক। বিমানের টিকিট চেক করা খুব একটা কঠিন বিষয় নয়। বর্তমানে প্রায় সব মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকি। এমনকি সবার কাছেই স্মার্টফোন রয়েছে। সবার কাছে স্মার্টফোন থাকার কারণে এখন খুব সহজেই যে কোন কাজ করা যায়। শুধু সঠিক নিয়ম কানুন জানা প্রয়োজন। আমি উপরে অত্যন্ত সুন্দরভাবে জাজীরা এয়ারওয়েশ টিকিট চেক করার নিয়ম দিয়ে দিয়েছি।তাই উপরের অংশ ভালো করে পড়ে নিন। আশা করি আপনারা নিজেরাই আপনাদের টিকিট চেক করতে পারবেন।