হ্যাপি নিউ ইয়ার ছন্দ- হ্যাপি নিউ ইয়ার শব্দটি শোনার সাথে সাথেই মনের মধ্যে একটি নতুনদিনের মনোভাব চলে আসে। অনেকেই এই বিশেষ দিনটির অপেক্ষায় বসে থাকে এবং চিন্তা করেন কখন বিশেষ দিনটি আসে আর কখন বা সে তার আপনজনকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানাতে পারে।
অনেকেই হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানাতে গিয়ে বেশকিছু দ্বিধাদ্বন্দের মাঝে পড়ে যায়। যে কিভাবে সে তার আপনজনকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানাবেন। আপনি যদি সেই সকল ব্যক্তিদের মধ্যে একজন হয়ে থাকেন। তবে আমাদের এই পোষ্টটি পড়ে আপনি জানতে পারবেন কিভাবে আপনজনকে আপনি হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানাবেন।
আমরা আজকের এই পোস্টটিতে আমাদের জন্য হ্যাপি নিউ ইয়ার এর ছন্দ তুলে ধরবো। যেগুলো ব্যবহার করে আপনি আপনার ফেসবুক স্ট্যাটাস সহ সকলকে শুভেচ্ছা জানাতে পারবেন। তাহলে চলুন দেরী না করে দেখে নেওয়া যাক সেই সকল ছন্দ গুলো।
হ্যাপি নিউ ইয়ার ছন্দ
নিজে আমরা নতুন বছর উপলক্ষে কিছু হ্যাপি নিউ ইয়ার ছন্দ তুলে ধরলাম। আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে পড়বেন এবং ব্যক্তিগত লাইফে এই শব্দগুলো ব্যবহার করে আপনজনদেরকে শুভেচ্ছা জানবেন।
সুখের জন্য ঘুরি সারাদিন
সুখ মেলেনা প্রতিদিন।
এসে গেল আজ বিশেষ দিন
নতুন বছরের প্রথম দিন।
শুভকামনা রইল চিরদিন
সুখে কাটুক বছরের সকল দিন। ( হ্যাপি নিউ ইয়ার )
আরো পড়ুনঃ বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
আর করোনা দ্বন্দ্ব
নতুন বছরকে কাছে নিয়ে
ভুলে যাওয়া সকল মন্দ।
সকলকে জানাচ্ছি তাই আমি
হ্যাপি নিউ ইয়ার এর ছন্দ। ( হ্যাপি নিউ ইয়ার )
স্বপ্ন সাজাই নতুন করে
ভাঙবোনা কখনো কারো তরে।
নতুন বছরের শুভক্ষণে
সকলকে জানাই এক মনে।
নতুন বছর উপলক্ষে
শুভেচ্ছা রইল সকলের তরে। ( হ্যাপি নিউ ইয়ার )
নতুন সন্ধ্যা, নতুন সাজ
নতুন মনে, নতুন আওয়াজ।
খুশিতে কাটুক সকল ভাজ
তাইতো জানাই সকলকে আজ। ( হ্যাপি নিউ ইয়ার )
আরো পড়ুনঃ নিজের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
পাঁচ আর পাঁচে হয় দশ
আর দশ বাড়ালে হয় বিশ
তার সাথে দুই নিলে হয় বাইশ
তাইতো জানাই হ্যাপি নিউ ইয়ার
দুই হাজার বাইশ। ( হ্যাপি নিউ ইয়ার )
দুই হাজার বাইশ সাল
আসবেনা কিন্তু চিরকাল।
জানাও তুমার শুভেচ্ছা আজ
নাহয় পুরনো হবে শুভেচ্ছা কাল। ( হ্যাপি নিউ ইয়ার )
সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি এই পোস্টগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের পোস্ট গুলো আপনাদের কাছে ভাল লেগে থাকলে, চাইলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেইসাথে আজকের পোস্ট গুলো নিয়ে আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। এরকম আরো পোস্ট পেতে চাইলে আমাদেরকে অবশ্যই ফলো করবেন আশা করি।