একুশের কবিতা – ভাষা আন্দোলনের কবিতা

একুশের কবিতা- একুশ শব্দটি শুনলেই মনে পড়ে যায় সেই বায়ান্নর দিনগুলো। যেখানে ভাষার জন্য বাংলার দামাল ছেলেরা উজাড় করিয়া ছিল, তাদের প্রাণ। ভাষার প্রতি এত ভালোবাসা শেখা যায় শুধু তাদের থেকে। তাদের জন্য আজকের এই আমাদের বাংলা কথাবার্তা।

আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেই সকল দামাল ছেলের প্রতি শ্রদ্ধাকাম্য একুশের কবিতা। তাহলে চলুন আজকে আমরা আমাদের মূল বক্তব্য অর্থাৎ একুশের কবিতাগুলি পড়ি। আশা করি আজকে কবিতাগুলোর মাধ্যমে সেই বায়ান্নোর দিনগুলি আবারও মনে করবেন।

ভাষা আন্দোলনের কবিতা

আশা করি, আমাদের মধ্যে এমন কেউ নেই যে ভাষা আন্দোলন সম্পর্কে না জানে। বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, কম বেশী সকলেরই ভাষা আন্দোলন সম্পর্কে জ্ঞান আছে। তবে অনেকেই জানেন না এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের পাওয়া, এই দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। কারণ, বাঙালিরা একমাত্র জাতি তারা তাদের ভাষার জন্যও তাদের প্রাণ দিয়েছে। তাহলে চলুন আজকে একুশের কবিতা বা ভাষা আন্দোলনের কবিতা গুলো পড়ি।

মুছবেনা কখনো

মন থেকে মুছবেনা কখনো

তোমাদের কথা।

অবদান যা রেখে গেছো

ধরে রাখতে মায়ের ভাষা।

প্রশান্তি আসে, যখন বলি

তোমাদের দেওয়া মাতৃভাষা।

 

মাতৃভাষা বাংলা

এই লাল, সেই লাল

লাল থেকে হাজারো কান্না।

চেয়েছিল শুধু তারা

মাতৃভাষা হোক বাংলা।

 

বাহান্নর রাজপথে 

বাহান্নর সেই রাজপথে

নেমেছিল বৃষ্টির অক্ত

বরকত সহ সকলের

ভেসেছিল রক্ত।

তাদের ত্যাগের বিনিময়ে

খুঁজে পেলাম এই বঙ্গ।