বন্ধু নিয়ে ছন্দ – বন্ধুত্ব নিয়ে হাসির ছন্দ

আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন। মানুষের জীবন চালনার প্রথম চাবিকাঠি হচ্ছে একটা সঠিক বন্ধু তৈরি। কারণ একটা সঠিক এবং জ্ঞানী বন্ধুই দেখাতে পারে আপনাকে সঠিক রাস্তা এবং সমাধান। জীবনে চলার সময় আপনাকে আপনার সঠিক এবং জ্ঞানী বন্ধু অবশ্যই নির্বাচন করে নিতে হবে।

আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে বন্ধু নিয়ে কিছু ছন্দ তুলে ধরতে চলেছি। আশা করা যায় এই বন্ধু নিয়ে ছন্দ গুলো আপনাদের কাছে পছন্দ হবে। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা আজকে চলে যায় আমাদের বন্ধু নিয়ে ছন্দতে।

বন্ধু নিয়ে ছন্দ

১। পুরনো সেই আড্ডা আজ আর নেই

         কোথায় যেন হারিয়ে গেল,

          সোনালী বিকেল সেই।

 

২। যে মানুষটা বিপদ-আপদে হাত বাড়ায়

        বিশ্বাস করবে তাকে সব-সময়

        কোনো প্রকার সন্দেহ ছাড়য়।

 

৩। সকলকে দেখে মনে পরে

     পুরানো সেই স্মৃতিগুলো

   তাইতো ভাবি কতদিন যাবৎ

   হয়নি মোদের আড্ডাগুলো।

 

৪। সকাল সন্ধ্যা সকল সময়

পুরনো সেই আড্ডা’র কথা বারবার মনে হয়।

কবে মিলবে জানিনা সময়

পুরনো কথা মনে পড়লে চোখে অশ্রু বয়।

 

৫। ক্লান্তি এসে যায়, দূরত্ব বেড়ে যায়।

কভু হারাবেনা মন থেকে তোদের স্মৃতি

সেই স্মৃতি ধরে রেখে, আজও বেঁচে আছি।

বন্ধুত্ব নিয়ে সেরা ছন্দ

৬। টেনশন ফ্রি থাকো তোমরা সবাই

      বন্ধু আমি, পাশে আছি সর্বদাই।

 

          বন্ধু বলে ডাকলে আবার

   সাহায্যের হাতটি বাড়াবো বারবার।

৭। বন্ধুত্ব মানে, হাজারো ভুল-ত্রুটির পরও 

একটুখানি কাছে আসা।

বন্ধু মানে, হাজারো ভুল বুঝাবুঝির পর

জরিয়ে ধরে সরি বলা।

 

৮। বন্ধু মানে সেই পরিবার

যেপরিবারে দুঃখ-বেদনা, হাসি-তামাশা বেশি হয়।

  সে পরিবারের সকলের সকল সময় পাশে রয়।

 

৯। বন্ধু মানে বিশাল কষ্টের পরও

একটুখানি মুখের হাসি।

বন্ধু মানে সুখ-দুঃখের সকল সময়

মোরা পাশে আছি।

 

১০। সকাল কিংবা সন্ধ্যা সাঁঝে

তোদের কথা মনেপড়ে হৃদয় মাঝে।

জানিনা কোন বিকেল মাঝে 

আড্ডা হবে কিনা সকলে একসাথে।

 

আরো পড়ুনঃ বাংলা বেস্ট ক্যাপশন

বন্ধুত্ব নিয়ে হাসির ছন্দ। বন্ধুত্ব নিয়ে হাসির উক্তি

 

১। সাহসী অশেষ সাহসী

আমার সেই সকল বন্ধু,

যারা মশার কামড়ের ভয়ে

নিয়মিত গোসল করেনা।

 

২। বন্ধু আমার প্রেমের রাজা

প্রেম করে আর খায় গজা।

একজন কিছু হটে গেলে

অন্যজনকে কাছে ডাকে।

 

৩। সময় অসময়, শুধু আমারই অপেক্ষায়

   থাকিস তোরা বসে, ট্রিট পাওয়ার আশায়।

 

৪। বন্ধু তুমি একলা হলে

আমায় দিও কিন্তু ডাক।

নতুন প্রেমের ট্রিটটা কিন্তু

মিস করতে চাইনা আজ।

 

৫। খালি করি বন্ধুদের আড্ডাবাজি

বউ বলেছে যাবে নাকি বাপের বাড়ি।

তাইতো এখন বউকে পিটিয়ে

এখন আমি গৃহবন্দী।

 

আরো পড়ুনঃ বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

সর্বশেষ কথাঃ আমরা  নিয়মিত বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে থাকি। অনেকেই আছেন যারা আমাদের এই কনটেন্টগুলো পড়তে পছন্দ করেন। তাদের উদ্দেশ্যে মূলত আমাদের বলা, যদি আপনারা এরকম আরো কনটেন্ট পেতে চান তাহলে আমাদের কে ফলো করবেন। সেই সাথে আপনাদের কোন মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সর্বশেষে ধন্যবাদ জানাই সকলকেই, আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *