বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি

আসসালামু আলাইকুম, তো কেমন আছেন আপনারা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা কিছু জীবনের উল্লেখযোগ্য বিষয় নিয়ে লেখালেখি করব। উল্লেখযোগ্য বিষয়টি হলো বন্ধুত্ব। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো বন্ধু নেই। যে কোনভাবেই হোক তার কারো না কারো সাথে বন্ধুত্ব রয়েছে।

বন্ধুদেরকে সমবেদনা বা বিভিন্ন সময় ভালোবাসা দেখানোর জন্য বিভিন্ন উক্তি বলা যেতে পারে। যদিও বন্ধুত্ব কোন প্রকাশ করার বিষয় না। সত্যিকারে বন্ধুত্ব কখনো প্রকাশ করতে হয়না সেটা আপনি প্রকাশ হয়ে যায়। তবুও অনেকে বন্ধুত্ব নিয়ে বিভিন্ন স্ট্যাটাস লিখে থাকে। তারই একটা অংশ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এবার।

বন্ধুত্ব নিয়ে উক্তি

বন্ধুত্ব কখনো শক্তির দ্বারা প্রকাশ করা সম্ভব নয়। তবে বন্ধুত্বকে স্মরণীয় করে রাখার জন্য বিভিন্ন বিশেষ মুহূর্তে কিছু অসাধারণ উক্তি প্রকাশ করে তাকে আরো স্মরনীয় করে তোলা যায়। এজন্য আপনারা অনেক সময় কিছু উক্তি তৈরি করার চেষ্টা করেন। আবার অনেকে অনলাইনে থাকো যে থাকে। তাই আর কষ্ট না করে যারা উক্তি গুলো কে খুঁজছেন তাদের জন্য আমরা এই লেখাটি লিখেছি।

অ্যারিস্টোটল বলেছেন,
“এই পৃথিবীতে দুর্ভাগ্যবান সেই যার প্রকৃত বন্ধু নেই।”

হুমায়ূন আহমেদ বলেছেন,
“ছেলে-মেয়ে কখনো বন্ধু হতে পারে, তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়ত খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে , কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য , তবে প্রেমে তারা অবশ্যই পড়বে।”

হেলেন কিলার বন্ধুত্ব সম্পর্কে বলেছেন,
“আলোর মধ্য দিয়ে একাকী হাঁটার চেয়ে, বন্ধুকে সাথে নিয়ে অন্ধকারে হাটা উত্তম।”

আলবার্ট হুবার্ড বলেছিলেন,
“তোমার প্রকৃত বন্ধু হচ্ছে সেই, যে তোমার খারাপ দিক জেনেও তোমাকে পছন্দ করে।”

ইউরিপিডিসের উক্তিতে বলা হয়েছে,
“একজন প্রকৃত বন্ধু, হাজারো আত্মীয়র সমান।”

আরো পড়ুন: মেয়েদের প্রশংসা করার উক্তি

বন্ধুত্ব নিয়ে ইসলামিক উক্তি

এবার আপনাদের সামনে আমরা কিছু ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আনা উক্তি দেখাবো। এগুলো বন্ধুত্ব নিয়ে লেখা হয়েছে আপনাদের জন্য। তাই যারা বন্ধুত্ব নিয়ে ইসলামিক কিছু উক্তি খুঁজেছিলেন তারা এটি ভালো করে দেখবেন।

এপিজে আব্দুল কালামের উক্তিতে বলা হয়েছে,
“একটি বই হাজারো বন্ধুর সমান। কিন্তু একজন প্রকৃত বন্ধু হল বিশাল এক লাইব্রেরির সমান।”

মার্ক টোয়েন বলেছেন,
” ভালো বন্ধু, ভালো বই এবং একটি সুস্থ মস্তিষ্ক মিলে হল আদর্শ জীবন।”

ওয়াল্টার উইঞ্চেল বলেছেন,
“প্রকৃত বন্ধু হলো সেই, যে সকল কিছুর বিপক্ষে গিয়ে ও বন্ধু পাশে থাকে।”

লিও বুস্কাগিলা বলেছিলেন,
“একটা গোলাপ যেমন পুরো বাগান ভরে দিতে পারে ঠিক তেমনি একটা প্রকৃত বন্ধু পুরো জীবনকে সফল করতে পারে।”

জি. র‍্যান্ডলফ বন্ধুত্ব নিয়ে একটি উক্তি দিয়েছিলেন,
“প্রকৃত বন্ধুকে খুজে পাওয়া যত কঠিন, ছেড়ে যাওয়া আরো কঠিন এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব।”

বন্ধুত্ব নিয়ে সেরা উক্তি

এল.এম মন্টগোমারি বলেছেন,
“মনের দিক দিয়ে প্রকৃত বন্ধুরা সব সময় এক।”

এলিনর রুজভেল্ট এর উক্তি হিসেবে,
“অনেক মানুষ জীবনে আসবে আবার চলে যাবে। তবে কেবল মাত্র প্রকৃত বন্ধুরাই হৃদয়ের মাঝে জায়গা করে রেখে যাবে।”

মেনসিয়াস বলেছিলেন,
“বন্ধুত্ব হলো এমন একটিসত্তার নাম। যার একটি মন কিন্তু তা দুটো দেহে অবস্থান করছে।”

রালফ ওয়াল্ডো এমারসন এর মতে,
” প্রকৃত ও ভালো বন্ধু খুজে পাওয়ার সবচেয়ে সহজ এবং প্রধান উপায় হলো নিজেই একজন প্রকৃত ও ভালো বন্ধু হয়ে ওঠা।”

নিকোলি রিচি বলেছিলেন,
“প্রকৃত বন্ধুরা হলো হীরার মতো যা উজ্জ্বল, সুন্দর এবং মূল্যবান।”

আরো পড়ুনঃ

বন্ধুত্ব নিয়ে ফেসবুক ক্যাপশন

সেরা ফেসবুক ক্যাপশন

মেয়েদের ইমপ্রেস করার উক্তি, ফেসবুক স্ট্যাটাস ও ছন্দ

সুখ নিয়ে উক্তি, ছন্দ , স্ট্যাটাস

সর্বশেষ কথাঃ আশাকরি আমাদের আজকের এই লেখা গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। উক্ত বিষয় কিংবা আপনাদের কোন বিষয় নিয়ে মতামত থেকে থাকলে কমেন্ট করে জানাবেন। সর্বশেষে সকলের শুভকামনা জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য।