ব্যর্থ প্রেমের উক্তি , ফেসবুক স্ট্যাটাস ও ছন্দ

বর্তমানে বেশিরভাগ মানুষ প্রেমে ব্যর্থ হয়ে থাকে। যারা প্রেমে ব্যর্থ হয় একমাত্র তারাই জানে এর ব্যথার কথা। পৃথিবীতে ব্যর্থ প্রেমের গল্পগুলো হয় খুবই কঠিন। আপনি আপনার আশপাশে অসংখ্য ব্যর্থ প্রেম দেখতে পাবেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ব্যর্থ প্রেমের উক্তি , কবিতা ও ছন্দ। আপনারা যদি প্রেমে ব্যর্থ হয়ে থাকেন তাহলে আশা করি আপনাদের পোস্টটি ভালো লাগবে। অনুগ্রহ করে সম্পূর্ণ পোস্টটি ভাল করে পড়ুন।

ব্যর্থ প্রেম নিয়ে ফেসবুক স্ট্যাটাস

প্রেম যদি হয় অপরাধ তবে শাস্তি কেনো একজনের হলো,
স্বাদ আল্লাদ লোভ লালসা ভালবাসাও তোহ দুজনেরই ছিলো।
সব মানুষের অধিকার যদি সমান হয়,
তবে কেনো ভালবাসায় কেন নয় ছয়?
যদি শাস্তি দুজনের সমান না হয় এই মর্মে,
তবে যেন প্রেম হয় চুক্তিবদ্ধ কাগজ কলমে।
কতকাল আর এভাবে এই নিয়মে চলবে?
একজন চলে যাবে আর একজন জ্বলবে।
সৃতি কেনো থাকবে একজনের কাছে ডাইরিতে হয়ে বন্ধি,
অপরজন কেনো সব ভুলে গড়বে জীবনে নতুন সুখের সন্ধি।
প্রেম কি তবে সত্যিই অন্ধ ?
প্রাপ্তির দরজা কি সবারই বন্ধ।
সব কিছু পেয়েও তো মানুষ দূরে চলে যায়,
কেউ বা জ্বলতে থাকে পরে অপ্রাপ্তির খাতায়।
কবি মন তাই উত্তর খুজে যায় রোজ রাতে,
কাকেই বা বিশ্বাস করে মন দেবে কার হাতে৷
প্রেমের গল্প গুলোর আংশিক মিলন বাকি গুলো ব্যর্থ,
স্বার্থপরের দুনিয়ায় সবাই বানান ভুলে হয়েছে নিঃস্বার্থ ।
যেখানে মায়া কাটিয়ে যায় মানুষ পরে রঙ তামাশায়,
আমিই পাগল যে এখনো বিভোর হয়ে আছি তার ভালবাসায়।
পরের বার যদি প্রেম আসে জীবনে আর যদি আমি প্রেমে পরি,
চুক্তি করবো কাগজে যাতে ছেড়ে যাওয়ার শাস্তিতে দুজনের গলায় পরে ফাসের দড়ি।
এই সর্তে যদি প্রেম হয় তবে নতুন না পুরনো তুমিকেই আবার চাই,
তাই আজও তোমার অবর্তমানেও আমি শুধু তোমাকেই ভালবেসে যাই।

ব্যর্থ প্রেমের ছন্দ

অনাকাঙ্ক্ষিত পাওয়ায় সুখের চেয়ে সংশয় বেশি থাকে
এত আলোরণ অকেজোই তাইতো অন্ধকার ঘীরে রাখে।
আলোকপাত প্রতিনিয়ত হরেক রঙের প্রতিফলন রাখে
তাই অন্ধকারই মানুষের মুখোস আর মুখের ভেদাভেদ না থাকে ।
সব সম্পর্কই এক সময় শীতল হবে যায়
তা ভালবাসা হোক বা বন্ধুত্ব
দিন শেষে সবাই একা হয়ে যায়।
বহুদিনের পর আজ আবার বৃষ্টিতে ভিজেছি
শীতের এই সময়ে আমি বর্ষার প্রেম পেয়েছি ।
হঠাৎ করে এসেই আমায় শীতল করে দিলো,
ভাবিনি শীতের শুরুতে বর্ষার প্রেমটা লেখাছিলো।
চাতক হয়েছে শান্ত বৃষ্টি জরজরিত এই শীতের ক্ষনে,
শীতলে বৃষ্টির হাওয়ায় দোলা দিলো ভারাক্রান্ত মনে।
ক্ষনিকের হোক তবুও বৃষ্টিজলে মন পেলো প্রশান্তি,
বহুদিন পর তোমায় পেয়ে কাটে গেলো মনের ক্লান্তি।
প্রস্থানে তুমি উপহার দিবে তীব্র কনকনে শীত
তুমি আসবে বলেই তোহ বছর জুড়ে গাই তোমার গীত ।

ব্যর্থ প্রেমের উক্তি

  1. প্রেম মানুষের জীবনে সুন্দরতম অধ্যায়। যে অধ্যায়ের শুরু আছে কিন্তু শেষ নেই।
  2. প্রেমে ব্যর্থ না হলে সেটাকে প্রেম বলেনা।
  3. ব্যর্থ প্রেম মানুষকে অভাবনীয় সুখ দেয়।