বাংলা শর্ট কবিতা

এবার আমরা চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে। অবশ্য সেটা আপনারা শুরুতেই বুঝে গেছেন। হ্যাঁ আমরা আজকে লিখতে চলেছি কিছু শর্ট কবিতা। যে কবিতাগুলো হতে চলেছে বাংলাতে। অনেকেই মজা করে এমনি বিভিন্ন ধরনের শর্ট কবিতা খুঁজে থাকেন। সেজন্যই এই লেখা।
শট কবিতা হচ্ছে একটা মজার বিষয়। কারণ এতে অতি সহজেই একটু ভেতরে অনেক কিছু বুঝে ফেলা যায়। তাই এটা অনেকেই পছন্দ করে। বিশেষ করে যারা নিয়মিত সোসিয়াল মিডিয়া ইউজার রয়েছে তারা এটি বেশি পছন্দ করে। এমনকি তারা নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার করে।
শর্ট কবিতা
প্রথমেই বলে নেই শর্ট কবিতা সম্পর্কে। কবিতা হল সেই ধরনের লেখা যার মাধ্যমে মানুষ একটু লেখাতে অনেক কিছু বুঝিয়ে ফেলে। নিজের সম্পূর্ণ মনের ভাব কে মাত্র দুই থেকে চার লাইনের মধ্যে এনে ফেলেন। এ ধরনের কবিতা শুধু মুখে বললেই কিছু বোঝা যায় না।
এধরনের কবিতাকে মন দিয়ে বুঝতে হয়। মন দিয়ে বুঝলেই আপনি এর মূল তত্ত্ব কে ধরতে পারবেন। আর সেই মূল তত্ত্ব কে ধরতে পারলে আপনি বুঝতে পারবেন সেখানে কি বলা হয়েছে। নইলে আপনি কখনোই বুঝতে পারবেন না শট কবিতা টি দিয়ে কবি কী বুঝিয়েছেন। তাই এক সম্পর্কে জানতে ভালো করে মনোযোগ দিতে হবে।
বাংলা শর্ট কবিতা
এবার আর কথা না বাড়িয়ে আমরা শরট কবিতায় চলে যাচ্ছি। আমরা যে সকল শরট কবিতা তুলে ধরব সেগুলো সবই হবে বাংলাতে। কারণ মানুষ তার নিজের ভাষাতেই কিছু করতে বেশি পছন্দ করে। যাতে তারা সহজেই বুঝতে পারে সেজন্যই শর্ট কবিতাগুলো বাংলায় লেখা হয়েছে।
মনের মতন সকল সুতো দিয়ে, তৈরি করছি এক দেয়াল!..
সেই দেয়ালের ভিতর আটকে রাখতে চাই তোমার দিকে যাওয়া সেই খেয়াল।
অবহেলা তুমি করেছ আমায়, তাইতো এই খেয়াল!
জানিনা এমন কি হবে ভেঙে ফেলবে এই দেয়াল।
ওগো মেঘ তুমি, নিয়ে যাও এই চিঠি আজ।
এমন করে লিখেছি চিঠি, যাতে কষ্ট আছে বুঝতে পারবে খুললেই ভাজ।
শত কষ্টের মাঝেও, আমি খুশি মনে লিখেছি এই চিঠি।
চিঠির উত্তর পাবো আশা করি, এই বলেই টানলাম আমার ইতি!..
বাংলা শর্ট কবিতা ক্যাপশন
আমাদের এবারের লেখাটি হলো কিছু বাংলা শরট ক্যাপশন সম্পর্কে। যে ক্যাপশনগুলো শুধু শর্ট ক্যাপশন নয় পাশাপাশি কবিতা। যা নিচে সম্পূর্ণভাবে দেয়া হয়েছে-
চোখের কি দোষ বলো, দেখে ফেলেছে তোমায়!
মনের সেই দোষ বলো, ভালো লেগেছে তোমায় প্রথম দেখায়।
তাইতো বলি যেওনা মন ওদিকে,
অবহেলার পাত্র হবে তুমি, কখনো মূল্য পাবে না সেদিকে।
ভাবি শুধু তোমার কথা, কারণ দিয়েছো তুমি আমায় ব্যাথা।
সেই ব্যথা দেখাতে পারি না, কিভাবে ডাক্তার না দেখে দেবে চিকিৎসা!…
একটি কথা বলি তোমায়, কাউকে বলো না
এত সুন্দর হও তুমি, তোমার তো হয়না তুলনা!..
সৌন্দর্য্যের তুলনা করে তোমার হবে অপমান!..
সেই সৌন্দর্য দিতে পারি আমি শ্রেষ্ঠ সম্মান।
দুঃখের বাংলা শর্ট কবিতা
কখনো কখনো দুঃখের মাঝেও বিভিন্ন ধরনের ছন্দ মুখে চলে আসে। যেগুলো ছোট হলেও অনেক বড় অর্থ বহন করে। সেই সকল দুঃখের শর্ট কবিতাগুলোই আপনাদেরকে দেখে ভাবে তুলবো আবার। যেন জেগে ওঠে সেই অন্তর চক্ষু সবার।
তুমি আমার এই দুঃখের সময়, চোখের পানিটা দেখেছো,…
মন ভাঙ্গা সেই আবেগটাকে দেখনি!…
তুমি আমার এই হাসির মাঝে, সুখটাকে দেখেছো
মনের মাঝে লুকিয়ে থাকা কষ্টটাকে দেখনি।…
তোমার কষ্টের সুখে দুঃখে, মন আজ পথ ভোলা
তোমার জন্য সব সময় এই কষ্টের দোয়ার খোলা!…
যেথায় থাকো যেভাবেই থাকো, সুখে থেকো তোমরা
দূর থেকে শুধু মনের ভেতর থেকেই কথাটাই বলা!…
সর্বশেষ কথা: আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ও সাধ্যমতো ভালো কিছু দেওয়ার জন্য। সেজন্য আমরা অনেক পরিশ্রম করে লেখা গুলো লিখে থাকি। তাই লেখাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কোন ভুলত্রুটি হলে তাও বলবেন। লেখা গুলো ভাল লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন এবং পাশে থাকবেন।