বাবাকে নিয়ে উক্তি , স্ট্যাটাস , কবিতা ও ছন্দ

বাবাকে নিয়ে উক্তি – বাবা শব্দটি শোনার সাথে সাথে মানুষের মনে এক অন্যরকম ভালোলাগা সৃষ্টি হয়। কেননা বাবা হচ্ছে প্রতিটি সন্তানের পরম বন্ধু। বাবা হচ্ছে নানা ঝড়ঝাপ্টার ছাতা। বাবা হচ্ছে হাজারো বিপদে পাশে থাকার এক অনবদ্য ব্যক্তি। বাবা হচ্ছে হাজার কষ্টে থাকা সত্ত্বেও সন্তানের মুখে হাসি ফোটানো। বাবা হচ্ছে নিজে না খেয়ে পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করা ব্যক্তি। বাবা হচ্ছে নিজের পকেট খালি করে পরিবারের সকলের পকেট ভর্তি করা।

প্রতিটি বাবা তার সন্তানের জন্য একটি গাছের মত। কেননা গাছ শত বাধা-বিপত্তি থাকা সত্ত্বেও মানুষকে ছায়া দিয়ে থাকে। আপনি দেখবেন একটি গাছের পাতা বা ডাল কাটার ফলে গাছ আপনাকে কিছু বলে না। গাছ এর প্রতিক্রিয়া দেখায় না। বরং গাছ নিরবে  তাকে ছায়া দিয়ে যায়। এ থেকে গাছের মহত্ব বোঝা যায়। পৃথিবীতে বাবা ও ঠিক তেমনি। গাছের মতো নীরবে ছায়া দিয়ে যায়।

বাবাকে নিয়ে উক্তি

আমরা অনেকেই বাবাকে নিয়ে ফেসবুকে উক্তি দিয়ে থাকি। অনেকে আবার বাবার প্রতি ভালোবাসা প্রকাশ করতে ফেসবুকে উক্তি দিয়ে থাকে। আজ আমরা বাবাকে নিয়ে উক্তি সম্পর্কে আলোচনা করব। এমনকি বিখ্যাত মনীষীদের বাবাকে নিয়ে উক্তি তুলে ধরবো। চলুন জেনে নেয়া যাক বাবাকে নিয়ে কিছু উক্তি।

# বাবা হল সেই ব্যক্তি যে বিপদে-আপদে সর্বদাই পরিবারের পাশে ছায়ার মতো থাকে।

# বাবা হল সেই ব্যক্তি যে নিজের কষ্ট থাকা সত্ত্বেও , সন্তানের মুখে হাসি ফোটায়।

# পৃথিবীতে বাবার মত আপনজন আরেকজন খুঁজে পাবেন না।

# একজন বাবা 100 জন শিক্ষকের সমান।

# সন্তানের পাশে বাবা থাকা মানে অনেকটা ফলের ভেতরে বীজ থাকার মত। কেননা ফলের ভেতর বিচি অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকে।

# তুমি হয়তো তোমার জীবনে অনেক বন্ধু পাবে , কিন্তু বাবার মত একজন বন্ধু খুজে পাবে না।

# পৃথিবীতে একমাত্র বাবাই তার সন্তানকে এগিয়ে যেতে দেখতে পছন্দ করে।

# বাবা হলে একমাত্র ব্যক্তি যে নিজের জীবনের হাজার দুঃখ কষ্ট আসা সত্ত্বেও সন্তানের উপর তাঁর আচর পড়তে দেয় না।

# পৃথিবীতে একমাত্র বাবার ভালোবাসা অতুলনীয়। কেননা বাবার ভালবাসার সাথে কোন কিছুর তুলনা হয় না।

# যে সন্তানের বাবা নেই তার জীবন অসম্পূর্ণ। কেননা বাবা ছাড়া কখনো জীবন সম্পূর্ণ হতে পারে না।

# যদি আপনি বেহেশত পেতে চান তাহলে আপনাকে পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে।

# পিতার গুরুত্ব সেই সন্তানই বোঝে যে পিতার ভালোবাসা পায়নি।

# বাবাই একমাত্র ব্যক্তি যার নিজের পকেট খালি থাকলেও সন্তানকে হতাশ করে না।

# বাবা হচ্ছে অনেকটা সূর্যের মতো। বাবা না থাকলে জীবনটা অন্ধকার হয়ে যায়।

# আপনি জীবনেও বাবা ও মায়ের ভালোবাসার ঋণ শোধ করতে পারবেন না।

Link –  মাকে নিয়ে উক্তি , স্ট্যাটাস , কবিতা ও ছন্দ

বাবাকে নিয়ে ইসলামিক উক্তি

আর আমি বনি ইসরাইল থেকে এই অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না,পিতা-মাতার সঙ্গে কারও সদ্ব্যবহার করবে ।-সুরা বাকারা,আয়াত-৮০

আর তোমরা আল্লাহর ইবাদত করো,তাঁর সঙ্গে কাউকে শরিক কোরো না এবং পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করো।- সুরা-নিসা,আয়াত:৩৬

নবীজী স. বলেছেন,সর্বেত্তম কাজ হলো,পিতার ‍সৃহ্নদয়ের (বন্ধু-বান্ধব,আত্নীয়স্বজন)সাথে সম্পর্ক রাখা।-বুখারী,মুসলিম।

আর আমি ( আল্লাহ) মানবজাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতা- মাতার সঙ্গে সুন্দর আচরণ করে; তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছেন ও অতিকষ্টে প্রসব করেছেন এবং লালন পালন করেছেন। সুরা আহকাফ,আয়াত ১৫।

তোমার রব ফায়সালা করে দিয়েছেনঃ তোমরা তাঁর ইবাদাত ছাড়া অন্য কারোর ইবাদাত কর না, পিতামাতার সাথে ভালো ব্যবহার কর৷ যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে “উহ্‌” পর্যন্তও বল না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিও না বরং তাদের সাথে সম্মান ও মর্যাদার সাথে কথা বল।”সূরা বনী ইসরাইল আয়াত-২৩

মৃত বাবাকে নিয়ে উক্তি

#বাবা তোমাকে মনে পড়ে আমার স্বপ্নভঙ্গের দিনগুলোতে , আমার পরম সুখের দিন গুলোতে। বাবা তোমাকে মনে পড়ে খুব মনে পড়ে।

# দুই ধরনের প্রেমে পরা তে কোন কষ্ট নেই।

  1. সৃষ্টিকর্তার প্রতি প্রেম।
  2. বাবার প্রতি প্রেম।

বাবাকে নিয়ে কবিতা

বাবরের মতো পিতৃস্নেহে
কতরাত তুমি জেগেছ শিয়রে
দেখেছি তোমার উদ্বিগ্ন আঁখি
চোখ মেলে নির্ঘুম রাতে।
বাদুর ডানার মতো-
সারারাত দোলে তালপাখা টা
তোমার পুণ্য হাতে।আশৈশব আজো নিঃশ্বাসে
তোমার দেহের ঘ্রাণ।
শ্যামল মায়াবী আঁচলে বেধেছ
সারাটা জীবন।
অসীম মমতায় ছড়িয়েছ জ্ঞান
জাত-পাত ভুলে অনন্তকাল।তোমার সেলফে সাজান আজো
গুলিস্তাঁ-বোস্তা।
হাফিজের বাণী, সাদি-জামি হয়ে
পথখুঁজে নেয় বুলবুলি পাখা।
তুমিই শোনালে পরম আদরে
অমর পঙতিমালা-“আগার আ-তুর্কে সিরাজী
বদাস্ত আয়াদ দেলেমারা।
বখালে হিন্দুহাস বখসাম
সমরকন্দো-বোখারারা”।অমরাবতীর যাচিনা জীবন
তোমার আশিস শিরে লভি যেন।
আজো ভালোবাসি, বড় ভালোবাসি
গুরুজী তোমায়।
দুঃখ যদি পাও কোনদিন
ক্ষমিও অধমে, ক্ষমিও আমায়।

বাবা মেয়ে নিয়ে উক্তি

পৃথিবীতে বাবা ও মেয়ের সম্পর্ক থাকে অত্যন্ত গভীর। একজন পিতা তার মেয়েকে কি পরিমান ভালোবাসে তা বলে বোঝানো যাবে না। একজন পিতা হচ্ছে একজন মেয়ের জন্য সবচেয়ে ভালো বন্ধু। পিতার মত বন্ধু কেউ আর হতে পারে না। আপনি দেখবেন বাড়িতে থাকলে একজন পিতা তার জন্য কিছু না কিছু নিয়ে আসবে।

কারণ সে তার মেয়ের মুখে হাসি দেখতে চাই। একজন পৃতাম ভালো করেই জানে তার মেয়ে একদিন তার বাড়ি থেকে চলে যাবে। যার কারণে পিতা তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকে।

বাবাকে নিয়ে ছন্দ

বাবা তোমাকে খুব ভালোবাসি

সেভাবে হয়নি বলা

তোমার হাত ধরে হয়নি পথ চলা ( ভালো থাকুক পৃথিবীর সকল বাবা )