আবেগি মনের কিছু কথা

আসসালামুয়ালাইকুম সম্মানিত পাঠকবৃন্দ, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমাদের ভালো থাকার পাশাপাশি আমরাও ভালো আছি। আজকের আমাদের মূল বক্তব্যটি হচ্ছে আবেগি মনের কিছু কথা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইন্টারনেট সার্চ করে থাকেন। মুলত আজকের এই পোস্টটি আপনাদের সেই সকল ব্যক্তিদের উদ্দেশেই তৈরি করা হয়েছে।

আশা করি, আপনাদের কাছে আমাদের দেওয়া আবেগি মনের কিছু কথাগুলো ভালো লাগবে। তাহলে চলুন দেরী না করে চলে যাওয়া যাক আজকের সেই মূল বক্তব্যতে।

আবেগি কথা

প্রতিটি মানুষ তার বিভিন্ন আবেগ অনুভূতি নিয়ে বেড়ে ওঠে। কিন্তু শুধু আবেগ দিয়ে জীবন চলে না। তারপরও আবেগি মনের মাঝে বিভিন্ন ধরনের কথা থেকে থাকে। সেই সকল বিষয়ের উপর ভিত্তি করে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি  নতুন নতুন আবেগি মনের কিছু কথা।

 

যেদিন একেবারে চলে যাব

দেব না কারো ডাকে সাড়া।

যাব সব কিছু ছেড়ে আমি

হয়ে ওই দূর আকাশের তারা। 

 

তারমধ্য অভিমান বোঝার ক্ষমতা নেই

সকল সময় সে শুধু দূরত্ব

বজায় রেখে চলে যায়।

আরো পড়ুনঃ ব্যর্থ প্রেমের কবিতা

আমি মানছি এখানে আমার ভুল ছিল

কিন্তু কেন তোমার মুখটি চুপ ছিল।

পারতে তুমি বলতে

ভুল করতেছো সকল কিছুতে।

 

কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো।

কেন তুমি এখনো কথা না বলে চুপ থাকো।

কথা না বলে চুপ থাকাটা কষ্ট দেওয়ার

সবথেকে বড় অশ্র।

আবেগি মনের কিছু কথা

মানুষ তার ব্যক্তি জীবনে বিভিন্ন সময় বিভিন্ন আবেগ অনুভূতি নিয়ে বিভিন্ন কথা ভেবে থাকে বা বলে থাকে। সেই সকল দিক বিবেচনা করে আমরা অল্প কিছু আবেগি মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করছি। মূলত আবেগি কথা বলতে কিছুটা বিচ্ছেদ স্বরূপ বিষয়টির কথা মাথায় আসে। তাই আমরা আবেগি মনের কথাতে কিছু ব্রেকআপ বা বিচ্ছেদ স্বরূপ উক্তিগুলো এ কত করেছি।

একজন ব্যক্তির কাছে তার কাংখিত ব্যক্তিকে পাওয়াটা হয়তো সুখময়

কিন্তু সেই কাংখিত ব্যক্তিকে হারানো কিন্তু তার কাছে কঠিন একটা ইতিহাস।

 

তোমার প্রতি কারো অবহেলা মানে তা তোমার জীবনের শেষ নয়

বুঝতে হবে তোমার মূল্যটা তার পক্ষে দেওয়া সম্ভব নয়।

কিন্তু অন্য কারো পক্ষে হয়তো এটি অসম্ভব নয়। 

আরো পড়ুনঃ প্রেমের কবিতা

হারিয়ে যাওয়া সূর্যটা ফিরে পাওয়া যায়

অর্ধেক দিন অতিবাহিত করার পর

কিন্তু একবার হারানো বিশ্বাস

হাজার দিন অতিবাহিত

করার পরও কখনো

পাওয়া যায়না।

সর্বশেষ কথাঃ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়কে আমাদেরকে দেওয়ার জন্য। পরবর্তীতে এরকম আরো স্ট্যাটাস, ছন্দ, কবিতা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান। তবে অবশ্যই আমাদেরকে ফলো করবেন। আমরা নিয়মিত আপনাদের উদ্দেশ্যেই চেষ্টা করি নতুন সকল বিষয়াদি আপনাদেরকে পৌঁছাতে।

Leave a Comment