আবেগি ফেসবুক স্ট্যাটাস – সেরা আবেগি স্ট্যাটাস

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের এই পোস্টটিতে আমরা আপনাদের জন্য কিছু আবেগি স্ট্যাটাস নিয়ে আসলাম। আশা করি, আমাদের দাওয়াত আবেগি স্ট্যাটাসগুলো আমাদের কাছে ভালো লাগবে।

আবেগি ফেসবুক স্ট্যাটাস

আপনার মত অনেকেই আছে যারা আবেগের সাথে সংযুক্ত এবং আবেগি ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে নেটে সার্চ করে থাকেন, তাহলে আজকের পোস্টটি মূলত আপনার জন্য। আমরা এখানে আপনাদের জন্য একদম নতুন নতুন আমি আবেগ নিয়ে ফেসবুক স্ট্যাটাস নিয়ে এসেছি। তাহলে চলু্‌ন কথা না বাড়িয়ে, আজকে্র আবেগি স্ট্যাটাস নিয়ে।

তাকে বলে দিও…

দূরত্ব বেড়ে গেলেও বা দেখা না হলেও

তার প্রতি আবেগ ,ভালোবাসা কমে যাবেনা।

 

নিজের স্মৃতিগুলো  নিজের মধ্যেই লুকিয়ে রাখা ভালো

কারণ অন্ধকারাচ্ছন্ন স্মৃতিগুলো,

আলোতে আসলে  মন  হয়ে যাবে কাল।

 

 

আমার গৃহবন্দী থাকার কারণ,

আমি তাকে ভালোবেসে ছিলাম।

 

 

জানি সে আসবেন,

তাও তার জন্য বসে আছি।

সকল কিছু বোঝার মানুষ আছে।

কিন্তু ভুল বুঝার মানুষ বেশি আছে।

 

সময়টা সবারই আসে

কারো বা আগে নয়তো পরে।

আমি আছি সঠিক অপেক্ষাতে।

সেরা আবেগি স্ট্যাটাস

আমাদের দেওয়া সেরা আবেগি স্ট্যাটাস গুলো আপনি সংগ্রহ করে চাইলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সকল স্ট্যাটাসগুলো শেয়ার করতে পারবেন। এজন্য আপনাকে তেমন কষ্ট করতে হবে না। এখান থেকে কপি করে, নির্ধারিত স্থানে পেস্ট করুন। চলুন দেখে আসি সেরা আবেগি স্ট্যাটাসগুলো।

বাহিরে হয়তো বসবাস আমার

ভেতরটা জুড়ে শুধু চিন্তা ধারণা,

তোমাকে নিয়ে বারবার।

 

কিছু ব্যথার কখনো শেষ নেই

সময়ের সাথে সাথে সেটি

সহ্য করে নেওয়ার ক্ষমতা

অর্জন করে নিতে হয়।

 

যদিও থাকি আমরা 

একটি আকাশের নিচে,

কিন্তু আমাদের মধ্যকার দূরত্ব 

একজন পাহাড়ের সামনে

ও অপরজন পাহাড়ের পেছনে।

 

কিছু গল্প শুরুতে কাদায়

আর কিছু শেষে।

কাদিয়ে সুখে থাকো তুমি

ভিন্ন কোন পরিবেশে।

 

কারো আগে নয় কারো পিছনে নয়

কাউকে লক্ষ্য করে নয়।

খুঁজুন এবং জানুন নিজেকে

চলুন সবসময় নিজের পথে।

শেষ কথা, আশা করি আমাদের দেওয়া স্ট্যাটাস গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি তাই হয়ে থাকে তবে, চাইলে আপনি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। ভবিষ্যতে এরকম আরো স্ট্যাটাস পেতে চাইলে অবশ্যই আমাদেরকে ফলো করবেন। আমাদের পাশে থাকার জন্য আপনাকে জানাই ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *