হাসির ছন্দ – 100 + হাসির ছন্দ ও কবিতা

হাসির ছন্দ- আজকে আমরা চলে এলাম হাসির ও মজার কিছু ছন্দ নিয়ে। আমরা অনেক সময় নিজেদের কে একটু আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকমের মজার হাসির ছন্দ খোঁজে থাকি। এমনকি এসব হাসির ছন্দ গুলো আমরা সোসিয়াল মিডিয়া শেয়ারের মাধ্যমে অন্য কেউ আনন্দ দিয়ে থাকে। কিন্তু হাসির ছন্দ তৈরি করা এত সহজ নয়। তাই সবাই এই হাসির ছন্দ গুলো কিভাবে খুজে বের করা যায় জানতে চেষ্টা করতে থাকে।

যারা হাসির ছন্দ খুঁজছেন তাদের কাজ সহজ করার জন্যই আমাদের আজকের এই পোস্টটি। আমরা চেষ্টা করি সবসময় আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিসটা আপনার সামনে তুলে ধরার। যাতে আপনি আপনার প্রয়োজনের জিনিস খুব সহজে খুজে পাব এবং তা কাজে লাগাতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে হাসির বা মজার ছন্দ গুলো জেনে নেয়া যাক।

হাসির ছন্দ

হাসির ছন্দ হচ্ছে এক ধরনের ইউনিক একটি কাজ। হাসির ছন্দ লেখার মাধ্যমে একে অপরকে আনন্দ দেওয়া যায়। তাই হাসির ছন্দ লেখা এক ধরনের মহৎ কাজ। কারণ এর ফলে আপনি নিজে পাশাপাশি অন্যকে আনন্দিত করছেন। তাই আপনারা যদি হাসির ছন্দ খুঁজে থাকেন তবে সম্পূর্ন পোস্ট পড়ুন। চলুন জেনে নেয়া যাক সকল হাসির ও মজার ছন্দ বা কবিতা গুলো।

আমাদের জীবনের এই ভালবাসা হয়ে গেল ঘাস,
তা গরু-মহিষ খেয়ে গেল দিয়ে গেল বাঁশ।

 

গরু ডাকে হাম্বা হাম্বা, কুকুর ডাকে ঘেউ ঘেউ
তোমার আমার প্রেমের কথা জানবে নাতো কেউ।

 

প্রোফাইলটা লক কোরিয়া
দুয়ারে দিয়েছো নক।
কেমন করে বুঝবো আমি
তুমি কাক নাকি সাদা বক।

 

পাঠাইছো ফ্রেন্ড রিকুয়েস্ট,
দিয়া প্রোফাইলে তালা।
কেমন করে বুঝবো আমি
তুমি সাদা না কালা।

 

তুমিও একা, আমিও একা
আমাদের প্রেম জমবে এবার “ঝাকানাকা”

Link – ভালোবাসার ছন্দ কষ্টের

হাসির ছন্দ কবিতা

হাসির জন্য বিভিন্ন রকমের ছন্দের পাশাপাশি কবিতা রয়েছে। হাসির ছন্দ মিলিয়ে মিলিয়ে রূপান্তর করলেই তা হয়ে যাবে হাসির ছন্দ কবিতা। আপনারা অনেকে শুধু হাসির ছন্দ পাশাপাশি বিভিন্ন রকমের কবিতাও খুঁজে থাকেন। তাই তাদের জন্য আবারো হাসির ছন্দ কবিতা সম্পর্কে লেখা।

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে,
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গরু পার হয় গাধা,
তোর কথা মনে পড়ে ওরে আমার হারামজাদা।

 

তুমি আমার মনের আকাশের উড়ে চলা ওই বার্ড,
তুমি আমার মোবাইল ফোনের ওই 600 টাকার কার্ড।
তুমি আমার সেই ব্যক্তি যার সাথে কোন হিসাব নাই,
তুমি আমার গলায় ফাঁস লাগানো সেইটাই।

 

তুমি যদি হও চুল আমি শ্যাম্পু
তুমি বাস আমি হলাম টেম্পু

ভালোবাসার মজার ছন্দ

তুমি নদী আমি ঢেউ,
আমাদের প্রেমের কথা জানবে নাতো কেউ।
যদি তুমি হও গাই আমি গরু
তুমি শেষ আমি শুরু।
তুমি যদি হও পাকা আমি কাঁচা,
তুমি মুরগি আমি খাঁচা।

 

তুমি যদি হও অশ্রু আমি আঁখি
তুমি হলে আমার গাছের পরান পাখি।

 

ও আমার মনের ময়না পাখি,
তোমায় ছাড়া কিভাবে একা থাকি।
আমাকে আর তুমি দিও না ফাঁকি,
এখনো অনেক মনের কথা তোমায় বলা বাকি।

জোকস হাসির ছন্দ

হাঁসের বিভিন্ন ছন্দের পাশাপাশি আরও রয়েছে বিভিন্ন রকম জোকস হাসির ছন্দ। এ ধরনের ছন্দ যেকোনো জায়গায় গিয়ে যেকোন কাউকে শোনানো যায়। তাই জোকস হাসির ছন্দের অনেক খোঁজাখুঁজি চলে থাকে। কিন্তু অনেক খোঁজার পর এ ধরনের ছন্দ খুবই কম পাওয়া যায়। তাই আমরা আপনাদেরকে এ ধরনের যন্ত্র সম্পর্কে বলতে চলে এলাম।

মা বলেন: কি করলে তুই সারাদিন বাসায় থাকবি
আমি বললাম: বিয়ে করলে।

 

সবাই বলে বাবার নাম উজ্জ্বল করতে হবে
তাই তো আজ আমি আমার বাবার নাম লাইটের মধ্যে লিখে দিলাম
কারণ মোটকথা বাবার নাম উজ্জ্বল হলেই হলো।

 

আজকে আমার পাশে তুমি নেই বলে
পাশের বাসার আন্টির মেয়ের দিকে তাকাই কোনা করে।

 

বুঝিনা Facebook তৈরি করল ছেলেরা
কিন্তু মেয়েরা এত লাফায় কেন।
আরে ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতো থাকো

 

ছেকা তো আমি খেয়েছি সেদিন
ভাবীর ছোট বোন বিবাহিত শুনেছি যেদিন।

 

ওগো মোর বিয়ের পাত্রী
তুমি এখন কোন ক্লাসের ছাত্রী।

এই ছিল আজকে আমাদের এই হাসির ছন্দ বিষয়ক নতুন পুষ্টি। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন এবং জেনে গেছেন মজার হাসির ছন্দ গুলো সম্পর্কে। আপনাদের মধ্যে কারো মনে যদি এর বিষয়ে কোন প্রশ্ন থেকে থাকে তবে আপনি আমাদেরকে প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এ ধরনের আপডেট রিলেটেড পোস্ট দেখতে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Read More- মজার ফেসবুক স্ট্যাটাস

Leave a Comment