রোমান্টিক প্রেমের কবিতা – ছোট প্রেমের কবিতা

রোমান্টিক প্রেমের কবিতা – সম্মানিত পাঠক বন্ধুগণ আশা করি, আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর অশেষ রহমতে আমারাও অনেক ভাল আছি। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইন্টারনেটে রোমান্টিক প্রেমের কবিতা  সম্পর্কে সার্চ করে থাকেন। তাই তাদের উদ্দেশে আজকে আমাদের পোস্ট নিয়ে আসা।

তাহলে চলুন দেয়না ঘরে আজকে আমরা আমাদের মূল বক্তব্যে চলে যাই । আজকের মূল বক্তব্যটি হচ্ছে প্রেমেকবিতা। আমাদের আজকের দেওয়া কবিতাগুলো পড়ার জন্য আপনারা নিচে লক্ষ্য করুন।

ছোট প্রেমের কবিতা

এখান থেকে আপনারা পেয়ে যাবেন কিছু ছোট ছোট প্রেমের কবিতা। যেগুলোর মাধ্যমে আপনি অতি সহজেই আপনার প্রেমিকাকে শুনিয়ে তার কাছে আরও প্রিয় হতে পাড়বেন।

কবিতা ১

কানে দোলে দুল

খোপাই বাঁধে ফুল।

মুখের সেই হাঁসি

তোমাকে বড় ভালোবাসি।

কবিতা ২

সুন্দর তুমি, সুন্দর তোমার মন

সুন্দর এই ভুবণে শুধু

তোমাকে খুঁজি সারাক্ষণ।

আনন্দিত হবে আমার ভুবণ

পেলে তোমার মন।

কবিতা ৩

ক্ষুদ্র এই জীবনে

তোমাকে খুজে পাওয়া

আমাকে করো তুমি

এতাই আমার চাওয়া।

রোমান্টিক প্রেমের কবিতা

নিচে আমারা আপনাদের জন্য কিছু নতুন নতুন রোমান্টিক প্রেমের কবিতাগুলো তুলে ধরলাম। আশাকরি আমাদের দেওয়া কবিতাগুলো আপনাদের কাছে ভালো লাগবে।

কবিতা ১

আকাশের উপরে থেকে নয়

সমুদ্রের নিছ থেকেও নয়।

বুকের বা পাশ থেকে বলতে চাই।

তোমাকে চাওয়ার সপ্নটা ফুরবার নয়।

কবিতা ২

মনের অসীম আশা

কখন যে বাঁধলো বাসা।

কখনো ভেঙে দিওনা এই বাসা

এটাই তোমার প্রতি আমার ভালোবাসা।

কবিতা ৩

তোমাকে ছাড়া জীবন শুণ্য

অবহেলায় আচ্ছাদিত।

তোমাকে পেয়ে করতে চাই

এ জীবনকে পরিপূর্ণ।