আসসালামুয়ালাইকুম পাঠকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সেই সাথে যারা অসুস্থ আছেন তাদের জন্য সুস্থতা কামনা করে আজকের প্রেমের ছন্দ নিয়ে আপনাদের সাথে আলোচনা পর্ব শুরু করি। চলুন দেরী না করে, আজকের আলোচনার দিকে এগোনো যাক।
মিষ্টি প্রেমের ছন্দ
বর্তমান সময়ে অনেকে আছেন যারা প্রেমের ছন্দ নিয়ে গুগলে সার্চ করে থাকেন। মূলত তাদের উদ্দেশ্যেই আজকের আমাদের এই পোস্টটি। আমাদের এই পোস্টটিতে পেয়ে যাবেন অনেকগুলো মিষ্টি প্রেমের ছন্দ। আশা করি, আমাদের মিষ্টি প্রেমের ছন্দ গুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাওয়া যাক একদম নতুন নতুন মিষ্টি প্রেমের ছন্দতে।
আম খেতে মিষ্টি ,জাম খেতে মিষ্টি।
তেঁতুল খেতে লাগে বড় টক
তোমার সাথে করবো প্রেম
এতাই আমার শখ !!!
সূর্যি মামা দেয় প্রতিদিন আলো
সারা জীবন তোমাকে আমি
বেসে যাব ভালো !!!
বড় একটি আশা
বাধবো নিয়ে তোমাকে
ছোট্ট একটি বাসা !!!
চলনা এক সাথে চলি
বলনা একসাথে বলি,
মোরা একে ওপরকে ভালোবাসি !!!
বসন্তের মাঝে, খুশির সাজে
চলনা আমরা
আপন করি একে অপরকে !!!
সেরা প্রেমের ছন্দ
আমরা আমাদের এই পোস্টটিতে আপনাদের জন্য সেরা প্রেমের ছন্দ নিয়ে এসেছি। ছন্দ গুলো পছন্দ হলে, আপনি চাইলে আপনার মনের মানুষের সাথে শেয়ার করতে পারবেন। নিয়মিত নিত্যনতুন ছন্দ পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আশা করি, আপনাদের কাছে আমাদের ছন্দগুলো পছন্দ হবে।
ভালোবাসি তোমাকে লোকে যতই বলুক মন্দ
বন্দ হবে না লেখা তোমার জন্য প্রেমের ছন্দ !!!
সুন্দর চাদের মিষ্টি আলো
ভেসেছি তোমাকে ভালো।
আকাশ জুড়ে তারার মেলা
ভাব করবো দুজনে সারা বেলা।
দুচোখ ভরা স্বপ্ন
আর এক বুক আশা
তুমিই হলে আমার
সীমাহীন ভালোবাসা।
শেষ বাক্য, আশা করি আমাদের ছন্দ গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমাদের শব্দ গুলো ভালো লেগে থাকে তবে আপনি চাইলে আপনাদের মনের মানুষের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে এরকম আরো নতুন নতুন ইউনিক ছন্দ গুলো পেতে চাইলে অবশ্যই আমাদের কে ফলো করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে নতুন কিছু প্রকাশ করতে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।