মাকে নিয়ে উক্তি – পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শব্দটি হচ্ছে মা। মায়ের মত এত মধুর শব্দ পৃথিবীতে আর নেই। মা শব্দটি শুনলে মনের মধ্যে এক অন্যরকম ভালোবাসা ও ভালোলাগার সৃষ্টি হয়। পৃথিবীতে মায়ের মত আপন আর কেউ নেই। কেননা মায়ের মত আপনাকে আর কেউ ভালবাসতে পারবে না। পৃথিবীতে যেখানেই যান না কেন মায়ের দোয়া আপনার সাথে থাকবে। মায়ের সাথে অন্য কিছুর তুলনা হয়না। তাইতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।
এখানে যা যা পাবেন
মাকে নিয়ে উক্তি
পৃথিবীতে বিখ্যাত মনীষী গণ মাকে নিয়ে নানা ধরনের উক্তি দিয়েছেন। সত্যি বলতে মাকে নিয়ে বলে শেষ করা যাবে না। কেননা মায়ের তুলনা শুধু মা নিজেই। মায়ের সাথে অন্য কারো তুলনা সম্ভব না। কেননা মায়ের মত পৃথিবীতে আর কেউ হতে পারবে না। মা শব্দটি হচ্ছে একটি অন্যতম সুন্দরতম একটি শব্দ। মায়ের মতো শব্দ পৃথিবীতে আরেকটি খুঁজে পাবেন না। চলুন এবার জেনে নেয়া যাক মাকে নিয়ে বিখ্যাত মানুষের উক্তি।
- মা তোমার তুলনা তুমি নিজেই। তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না।
- তোমার প্রতি আমার ভালোবাসা বলে বোঝাতে পারবো না। পৃথিবীতে একমাত্র তুমি নিজের জীবনের চেয়েও ভালোবাসি।
- মায়ের মত আপন জন কেউ হতে পারে না। মা পৃথিবীতে একমাত্র। মায়ের কোনো তুলনা হয় না।
- মা তোমার মনতো বিশাল আকাশের মতো। যার কোন সীমা নেই।
- মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না। শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে। দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না।
- পৃথিবীর সব চেয়ে সুখ কি জান? মা-বাবার আদর সব চেয়ে কষ্ট কি জান? মা-বাবার চোখের জল. সব চেয়ে অমুল্য রতন কি জান? মা-বাবার ভালোবাসা।
Link – বাবাকে নিয়ে উক্তি , স্ট্যাটাস , কবিতা ও ছন্দ
মাকে নিয়ে বিখ্যাত মনীষীদের উক্তি
১. যার মা আছে সে কখনই গরীব নয়। – আব্রাহাম লিংকন
২. আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল। – জর্জ ওয়াশিংটন
৩. সন্তানেরা ধারালো চাকুর মত। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়।আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে। – জোয়ান হেরিস
৪. আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ। – এলেন ডে জেনেরিস
৫. কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়-একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য। – সোফিয়া লরেন
৬. আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই। – মিশেল ওবামা
৭. মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়। – নোরা এফ্রন
৮. সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা। – শিয়া লাবেউফ
৯. আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। – দিয়াগো ম্যারাডোনা
১০. তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো। – নেপোলিয়ন বোনাপার্ট
১১. মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা। – হুমায়ূন আহমেদ
১২. পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা।
১৩. মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ, মাকে যারা কষ্ট দিবে তার কখনও জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে কষ্ট দিওনা।
১৪. মা জননী চোখের মনি, অসিম তোমার দান., সৃষ্টিকর্তার পরে তোমার আসন আসমানের সমান.. ত্রিভুবনে তোমার মত হয়না কারো মান।
১৫. যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর। – আল কুরআন
মাকে নিয়ে ইসলামিক উক্তি
আর আমি বনি ইসরাইল থেকে এই অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না,পিতা-মাতার সঙ্গে কারও সদ্ব্যবহার করবে ।-সুরা বাকারা,আয়াত-৮০
আর তোমরা আল্লাহর ইবাদত করো,তাঁর সঙ্গে কাউকে শরিক কোরো না এবং পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করো।- সুরা-নিসা,আয়াত:৩৬
আর আমি ( আল্লাহ) মানবজাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতা- মাতার সঙ্গে সুন্দর আচরণ করে; তার মা তাকে অতিকষ্টে গর্ভে ধারণ করেছেন ও অতিকষ্টে প্রসব করেছেন এবং লালন পালন করেছেন। সুরা আহকাফ,আয়াত ১৫।
মাকে নিয়ে কষ্টের কবিতা
“মা”
লালন পালন করতে গিয়ে পৃথিবীতে ভূপৃষ্ঠের লগন থেকে আজ অবধী পর্যন্ত বিচ্ছেদের ছেঁড়া ছেঁড়ি অতৃপ্তৃের বাহার তবুও অনীহা প্রকাশ করেনী মা।
শুধু দরদ ভড়া বাণী,শ্রম,স্নেহভরে ভালবেসে মেধা দিয়ে যে শিক্ষা গুলো পৃথিবীর কোন বই পুস্তকে নেই সেই শিক্ষার লক্ষে পৌছানোর ইচ্ছায় ব্যস্ত থাকেন মা।
মায়ের ভালবাসা রাতে চাদের আলো জ্যোৎস্নার ফুল দিয়ে সাঁজালো যেন আমার প্রতিটি প্রহর।
দিনে সূর্য্যের মত পৃথিবীকে আলোকিত করে
অফুরান্ত মমতা দিয়ে গুছিয়ে রেখে ছিলেন মা।
সকালে শিশির ভেঁজা বিন্দু যেমন শলে নরবর
তেমনি করে ঝড় ঝাপটা মাঝে জড়িয়ে আদর সোহাগে রেখে ছিলেন মা।
শত ব্যস্ততার মাঝে প্রখর খরায় পুড়ে যাওয়া পিঠ পা পেতে বারান্দায় বসে ক্ষুদা নিবারণ করে ছিলেন মা।
রাখালিয়া বাঁশির সূরের মতো ডাকিয়া সাড়াহীন তৃপ্ত খেয়ালে শাসনের মাঝে আদর যত্নে বুকের পাজরে ধঁরে রেখে ছিলেন মা।
রাত জাগা কোকিলের মিষ্টি ডাকের মতো ঘুম পাড়ানো,ভেঁজা কাথা রাত জেগে বার বার সরানো মায়ের ঘুম নিদ্রা ও সুখ গুলো বিষর্জন দিয়ে আমায় ভাল রেখে ছিল শুধুই মায়ের কষ্টের ভলে।
যে মায়ের হাত টি দরে,দুদু মাখাব পথ অনাদায়ে হাঠিয়াছি।
অচিন পথ গুলো চলার শক্তি যুগিয়ে দিয়ে ছিলেন মা।
নানান রকম বাইনায় ঝড় ঝড়িত ছিলেন মা।
তবুও মায়ের সাদ আল্লাদ গুলো অবহেলার কোঠায় বন্দি করে আমার স্বপ্ন পূর্ণ করে ছিলেন মা।
আমাকে সাঁজ ছন্দ করে রাখতে পরীক্ষিত সৈনিকের মত পরীচর্চায় ব্যস্ত থাকতেন মা
নিজে না খেয়ে আমার খাবারের দিকে সব সময় খেয়াল রেখে ছিলেন মা।
যখন আমি অসহায় ভয়ে কাতর অবুঝের দলে চুপটি করে যেতাম কোলে পেতাম সুখের সুখ মহল এই ভাবে তীলে তীলে বড় হয়ে উটা সেও তোমার অবধানে মা।
তোমার বলা কথা গুলো অমান্য করেছি তোমায়
কষ্ট দিয়েছি যন্ত্র না দিয়েছি মা।
তবুও হাসি মুখে বলে ছিলে মলিন সূরে বাবা আয়।
তকে নিয়ে অামার স্বপ্ন, তুই অামার সাঁত রাজার ধন,বেঁচে থাকার আখাংকা তোর মাঝে খুজে পাই আমার বেঁচে থাকার সুখ।
হতাসার মাঝে মা আমার আশার প্রদীপ সাহসের বৃক্ষ বেচে থাকার ভল ভরশা।
মায়ের হাসি যেন পৃথিবীর সব চেয়ে দামী সুখ।
আমি বিশ্বাস করি এবং মানি পৃথিবীতে মা হলো
সব চেয়ে ক্ষমতাধর সন্তানদের জন্য।
মায়ের দরদ ভড়া আদরের সম্মান যেন দিতে পারি,মায়ের সুখ দুঃখের পাশাপাশি থাকতে পারি।
মাকে নিয়ে সেরা স্ট্যাটাস
- মা এমন একটা শব্দ যা হারিয়ে গেলে পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না।
- আল্লাহর দেয়া সবচেয়ে বড় উপহার হল মা।
- ভালোবাসতে সবাই পারে কিন্তু মায়ের মত কেউ পারেনা।
- প্রত্যেক মানুষের সফলতার পেছনে তার মায়ের অবদানের তুলনা নেই।
- পৃথিবীতে সবচেয়ে শান্তির জায়গা হল মায়ের কোল।
মাকে নিয়ে ছন্দ
মায়ের কথা পড়লে মনে আকুল হয়ে কাঁদি’,
মা যে আমার আশীর্বাদের দিব্য প্রদীপ বাতি।